ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ হাত বাড়িয়ে দাও

প্রকাশিত: ০৫:১৫, ৩০ মার্চ ২০১৭

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ হাত বাড়িয়ে দাও

সেবাই মানুষের পরম ধর্ম। তার জ্ঞান কর্ম সব কিছু তার নিজের জন্য নয়। অপরের জন্যও তার অনেক কিছু করার আছে। যুগে যুগে মহৎ মানুষেরা নিজের সুখ বিসর্জন দিয়ে পরহিতে কাজ করে গেছেন। এখনও বহু মানুষ অন্যের জন্য মঙ্গলজনক কিছু করে আনন্দ পেয়ে থাকে। এই আনন্দ প্রকৃত পক্ষে স্বর্গীয় আনন্দ। পৃথিবীর বহুলোক দৃষ্টি শক্তিহীন, অথবা জন্মান্ধ। কেউ বুদ্ধি প্রতিবন্ধী, কেউ শ্রবণপ্রতিবন্ধী, কেউ আবার বহুমাত্রিক প্রতিবন্ধী। এই সুন্দর পৃথিবীতে তারাও মানুষ। তাদেরও আছে স্বপ্ন, সাধনা, বেঁচে থাকার প্রবল ইচ্ছা। আছে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার। কিন্তু বাস্তবতা হচ্ছেÑ এই পৃথিবীতে তারা বড় অসহায়। তারা অন্যের ওপর নির্ভরশীল। অনেক ক্ষেত্রেই সমাজে আজ তারা অবহেলা ও অবজ্ঞার পাত্র। নানা কটু কথা, চোখ রাঙানিসহ নানা যন্ত্রণাদায়ক কথা শুনতে হয়। নীরবে নিভৃতে ঝরে যায় অব্যক্ত বেদনার নীল জলরাশি। মনের ভেতরে জমা হয় জমাট বাধা কষ্টের বরফখ-। তাদের মা-বাবাকে সহ্য করতে হয় নানা যন্ত্রণাদায়ক কথা। আমরা সৃষ্টির সেরা জীব হয়েও কেন তাদের জন্য মানবিকতা জাগ্রত হয় না। তাহলে সৃষ্টির সেরা জীব হওয়ার সার্থকতাটাই কোথায়? তাদের প্রতি একটু সহানুভূতি, ভালবাসা, পথ চলতে সাহায্য, বিভিন্ন অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ ও মৌলিক অধিকারগুলো তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। স্কুলের আসন নির্ধারিত করতে হবে। যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে তাদের উপযোগী আসন সংযোজন করতে হবে। যরা কর্মক্ষম তাদের উপযোগী কর্ম দিতে হবে। যারা কর্মে অক্ষম তাদের সরকারী বিভিন্ন ভাতার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের সঙ্গে হাসি-খুশিভাবে কথা বলতে হবে। তবেই না অন্ধজনের যে আকুতি ‘চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে/অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে।/ এই পঙ্ক্তি পূর্ণ হবে, সার্থক হবে। কবি নজরুলের সেই অমর বাণী ‘শুনহে মানুষ ভাই? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ সার্থক হবে। তাই আমরা মানবিকতাকে উর্ধে রেখে সকল অসহায় মানুষের প্রতি সদাজাগ্রত ও ব্রত হব এটাই প্রত্যাশা করছি। রাধানগর কলেজগেট, পাবনা থেকে
×