ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে দুর্নীতি বিরোধী শপথপাঠ

প্রকাশিত: ০০:৩১, ২৯ মার্চ ২০১৭

ঠাকুরগাঁওয়ে দুর্নীতি বিরোধী শপথপাঠ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে আজ বুধবার দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথপাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে এই আলোচনা সভা ও শপথপাঠ অনুষ্ঠিত হয়। সকালে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, বিশেষ অতিথি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বদিওজ্জামান সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি প্রফেসর মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মিসেস এহিয়া রউফ, সরকারি মহিলা কলেজের অধ্যাপক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক জেসমিন আরা বেগম, এসএম রফিকুল ইসলাম, শিক্ষার্থী জেরিন আক্তার, ফাইজুন প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. তসলিম উদ্দীন প্রধান।
×