ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আড়াইহাজারে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ ॥ টেঁটাবিদ্ধ হয়ে কলেজছাত্র নিহত

প্রকাশিত: ০৮:৫৫, ২৯ মার্চ ২০১৭

 আড়াইহাজারে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ ॥ টেঁটাবিদ্ধ হয়ে কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গলায় টেঁটাবিদ্ধ হয়ে নাজমুল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। এ সময় ১১টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০টায়। বিকেলে সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে ওসি জানান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নায়নাবাদ ও বাহেরচর গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সোমবার এ নিয়ে দুই গ্রামের মাতবর প্রধানদের নিয়ে বিচার সালিশ হওয়ার কথা ছিল। সেই সালিশ না হওয়ায় বাহেরচর গ্রামের লোকজন মঙ্গলবার সকাল নয়টার দিকে নায়নাবাদ গ্রামবাসীর ওপর হামলা চালায়। তারা বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় নায়নাবাদ গ্রামের লোকজন সংগঠিত হয়ে পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নাজমুল নামে কলেজের এক ছাত্র গলায় টেঁটাবিদ্ধসহ ৪০ জন আহত হয়। পরে আহত নাজমুলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমুল খাগকান্দা ইউনিয়নের নায়নাবাদ গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। নিহত নাজমুল উচিৎপুরা হাজী বেলাল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বলে তার পিতা জানান। অন্যান্য আহতদের মধ্যে রাশিদা (৩৫), আবুল কাশেম (৪০), হাসনারা (৪৫), ডালিম সরকার (২৫), নাসু সরকার (৩৫), দ্বীন ইসলাম (২৬), কামাল (৩০), মাসুম (২৫), তাজমহল (৮০), রশিদ (৪০), ইকবাল (৩৫), সুইটি (১৩), মোক্তার (২৫), আঃ রউফ (৪০), আলামিন (৪৫), রুহুল আমিন (১৪), সারোয়ার (১৫), কামাল (২৩), জায়েদকে (৭০) আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত কলেজছাত্র নাজমুলের পিতা রিক্সাচালক জহিরউদ্দিন জানান, আমার ছেলে হামলাকারীদের বাধা দিতে গেলে তার গলায় টেঁটা ঢুকিয়ে দিয়ে হামলাকারীরা হত্যা করে। নয়নাবাদ এলাকাবাসীরা জানায়, জুয়া খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
×