ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশ আজ

প্রকাশিত: ০৮:২৪, ২৯ মার্চ ২০১৭

মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশ আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশ আজ বুধবার। মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ৬০ হাজার লোকের এই সমাবেশকে ঘিরে বিরাজ করছে বিশেষ পরিবেশ। জেলার ৬৮ টি ইউপি এবং ২টি পৌরসভার সর্বত্র মাদকের বিরুদ্ধে এই কমিউনিটি পুলিশিংয়ের চেতনা যেন ছড়িয়ে গেছে তৃণমূলে। সমাবেশে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, প্রধান বক্তা আইজিপি এ কে এম শহীদুল হক, বিশেষ অতিথি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ও জেলা প্রশাসক সায়লা ফারজানা উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। মাদকবিরোধী কনসার্টে অংশ নিচ্ছেন মমতাজ এমপিসহ দেশ বরণ্যে শিল্পীগণ। তিন ঘণ্টার অনুষ্ঠান একটি বেসরকারী টিভি সরাসরি সম্প্রাচার করবে। বিকেল ৩ টা থেকে সমাবেশ শুরু হলেও জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকাল হতেই মানুষজন আসতে শুরু করবে। তাই প্রস্তুতি নিয়ে এখন নানা কর্মযজ্ঞ চলছে। নানা কারণেই মুন্সীগঞ্জের এই মহাসমাবেশ গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা প্রবর্তনের ফলে পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠছে । “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগান মুন্সীগঞ্জের তৃনমূল পর্যায়ে পৌছে গেছে। জেলার ছয় উপজেলার ৬৮ ইউনিয়ন এবং দুই পৌরসভা ছাড়াও ওয়ার্ড এমনকি গ্রামে মহল্লায় পৌছে গেছে এই চেতনা। এই কার্যত্রম জোরদারের ফলে বিগত ৭ মাসে ২৮৬ সাজা প্রাপ্ত আসামীসহ ১০ হাজার ১৪৯ আসামী গ্রেফতার করা হয়েছে।
×