ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে বক্তব্য দিতে গিয়ে লুটিয়ে পড়লেন এমপি সুকুমার

প্রকাশিত: ০৭:৫৩, ২৯ মার্চ ২০১৭

শ্রীনগরে বক্তব্য দিতে গিয়ে লুটিয়ে পড়লেন এমপি সুকুমার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে প্রতিবাদ সভায় বক্তব্য দিতে দিতে লুটিয়ে পড়লেন সুকুমার রঞ্জন ঘোষ এমপি। মঙ্গলবার দুপুরে ঝুমুর সিনেমা হলের সামনে তিনি বক্তব্য রাখছিলেন। তাৎক্ষণিক তাকে এ্যাম্বুলেন্সে করে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচী নিয়ে শ্রীনগরে এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে সুকুমার রঞ্জন ঘোষ এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সরোয়ার কবিরের গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। ২৬ মার্চের ওই সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় শ্রীনগরের ঝুমুর সিনেমা হলের সামনে প্রতিবাদ সমাবেশ আহ্বান করেন এই সংসদ সদস্য। এ সময় বক্তব্য দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পরেন এমপি। সুকুমার রঞ্জন ঘোষ এমপির ব্যক্তিগত সহকারী কোলাপাড়া ইউপি চেয়ারম্যান নেছার উল্লাহ খান সুজন সন্ধ্যায় জানিয়েছেন, সুকুমার রঞ্জন ঘোষ সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার চিকিৎসক ডাঃ ওয়াদুদ চৌধুরীর বরাত দিয়ে জানান, নিম্ন রক্তচাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি জানান, প্রতিবাদ সমাবেশে প্রচুর লোকের সমাবেশ ঘটে। ভিড়ের কারণে তিনি মঞ্চ পর্যন্ত পৌঁছতে পারেনি। তাই নিজের গাড়ির ছাদ খুলে গরম ও রোদের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে মাইকে ভাষণ দিচ্ছিলেন। এক পর্যায়ে গাড়িতে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।
×