ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিষয় : গণিত;###;তাসলিমা আক্তার

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ মার্চ ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭

গণিত শিক্ষিকা, সৈয়দ আলী খান স্কুল এ- কলেজ মিরপুর-১৪ ঢাকা। (ছোট্ট সোনামনিরা শুভেচ্ছা রইল। তোমাদের জন্য আজ থাকছে অধ্যায় তিন হতে বহুÑনির্বাচনী প্রশ্ন ও উত্তর) ১) ২ ডজন কলার দাম ৯৬ টাকা হলে, ১টি কলার দাম কত? ক) ৩ টাকা খ) ৪ টাকা গ) ৫ টাকা ঘ) ৬ টাকা ২) ৮,৩,৫,০,৭ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কোনটি? ক) ৮০৩৭৫ খ) ৮০৭৫৩ গ) ৮৭৫৩০ ঘ) ৮০৩৫৭ ৩) কোনো কাজ ৬ জন লোকের ২১ দিন লাগে। ১৮ জনের কত দিন লাগবে? ক) ৫দিন খ) ৭দিন গ) ৯ দিন ঘ) ১২ দিন ৪) তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? ক) ১ খ) ২ গ) ১০ ঘ) ১০০ ৫) ২৩ Ñ (৭ ঢ ৩) + ২ = কত? ক) ০ খ) ১ গ) ৪ ঘ) ৪৬ ৬) পিতা ও পুত্রের বয়সের পার্থক্য ৩০ বছর। পিতার বয়স ৫০ বছর হলে, পুত্রের বয়স কত? ক) ১০ বছর খ) ২০ বছর গ) ৩০ বছর ঘ) ৪০ বছর ৭) পিতার বয়স কন্যার বয়সের ৩ গুণ এবং কন্যার বয়স ১৫ বছর হলে, পিতার বয়স কত? ক) ৫০ বছর খ) ৪৫ বছর গ) ৬০ বছর ঘ) ৫৫ বছর ৮) ৮ ডজন কলম ও ১০ ডজন পেনসিলের মোট দাম ১৫৬০ টাকা। ৮ ডজন কলমের দাম ৯৬০ টাকা হলে, ১ ডজন পেনসিলের দাম কত টাকা? ক) ৫০ টাকা খ) ৬০ টাকা গ) ৭০ টাকা ঘ) ৮০ টাকা ৯) দুইটি সংখ্যার গুণফল ৪৩২৯০। একটি সংখ্যা ৫৫৫ হলে, অপর সংখ্যাটি কত? ক) ৭০ খ) ৫৫ গ) ৭৬ ঘ) ৭৮ ১০) ২৪৫০০ কে তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত? ক) ১৪৫ খ) ২৪৫ গ) ২৪৫০ ঘ) ২৫০০ ১১) এক ব্যক্তি এপ্রিল মাসে ৩০০০ টাকা আয় করেন, ঐ মাসে ঐ ব্যক্তির দৈনিক আয় কত টাকা? ক) ২০০ খ) ১০০ গ) ৯৬ ঘ) ৩০ ১২) ১টি পেনসিলের দাম ৫ টাকা হলে ৬টি পেনসিলের দাম কত? ক) ৩০ টাকা খ) ১৮ টাকা গ) ১৫ টাকা ঘ) ১২ টাকা ১৩) এক ব্যক্তির দৈনিক আয় ২০৬ টাকা টাকা। ১ বছরে তার আয় কত? ক) ৭৫১৯০ টাকা খ) ৩৬৫ টাকা গ) ২১৬ টাকা ঘ) ৭৮৭৪০ টাকা ১৪) ৫টি ঝুড়িতে ৬০ টি আম ধরে। এরূপ ১২টি ঝুড়িতে কতটি আম ধরে? ক) ১২০টি খ) ১৩৩ টি গ) ১৪৪টি ঘ) ১৫৫টি ১৫) কোন সংখ্যাকে ৫ দিয়ে গুণ করে গুণফলকে ৭ দ্বারা ভাগ করলে ভাগফল ২০ হয়? ক) ২৮ খ) ৩০ গ) ৩৫ ঘ) ৪০
×