ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন

প্রকাশিত: ০৬:৩৬, ২৯ মার্চ ২০১৭

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন

ইংরেজিতে ভাল করতে যা প্রয়োজন- BASIC GRAMMAR Ges FREE WRITING লিখেছেন অধ্যাপক এম এ হামিদ খান (প্রধান পরীক্ষক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা) সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ধনবাড়ী কলেজ, টাঙ্গাইল প্রধান পরীক্ষক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। গড়নরষব: ০১৭১২৯৬৭৪৫০ E-mail: [email protected] সুপ্রিয় এইচ এস সি পরীক্ষার্থী বন্ধুরা, আন্তরিক ভালবাসা এবং প্রাণঢালা শুভেচ্ছা তোমাদের সবাইকে। আশা করি ভাল আছ এবং আসন্ন পরীক্ষার জন্য মনোযোগ সহকারে প্রস্তুতি গ্রহণ করছ। পরীক্ষা নিয়ে তোমাদের সকলের মধ্যে কমবেশী টেনশন কাজ করছে। বিশেষ করে ইংরেজি বিষয় নিয়ে তো বটেই। শুধু ছাত্রছাত্রী কেন সম্মানিত শিক্ষক ও অভিভাবক মহলেও উৎকন্ঠা কম নয় ইংরেজি বিষয় নিয়ে। প্রশ্নপত্র কেমন হবে উত্তর করার পদ্ধতি কি হবে ইত্যাদি বিষয়ে অনেক জিজ্ঞাসা থেকে যায়। আজ তোমাদের মানষিক প্রস্তুতি এবং প্রশ্নপত্র বুঝে যথাযথভারে উত্তর করার ব্যাপারে কিছু প্রয়োজনীয় উপদেশ দেয়া হচ্ছে। তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছে যে, পড়সসঁহরপধঃরাব ঊহমষরংয এ মুখস্থ বিদ্যা নয়- ইধংরপ এৎধসসধৎ এবং ঋৎবব ডৎরঃরহম ংশরষষ বেশী গুরুত্ব পূর্ণ। কারণ পড়সসঁহরপধঃরাব ঊহমষরংয এ হুবহু সকল প্রশ্নই কমন থাকবেনা। অনেক প্রশ্নেই তোমাকে নিজ থেকে ঋৎবব ভাবে কিছু সংযোজন করে উত্তর করতে হবে। আর প্রশ্নপত্র প্রণয়ন করা হয়ে থাকে সেভাবেই। এ ক্ষেত্রে তোমার থাকতে হবে দৃঢ় আত্মবিশ্বাস, মনোবল এবং সেই সাথে নিরলস প্রচেষ্টা এবং অধ্যবসায়। ইংরেজি প্রথমপত্রে চধৎঃ-অ অংশে ঈড়সঢ়ৎবযবহংরড়হ কমন থাকা নিয়ে অনেকেই টেনশনে থাকে। আসলে ঈড়সঢ়ৎবযবহংরড়হ কমন থাকা বা না থাকার উপর ভাল নম্বর নির্ভর করে কি? না। ঈড়সঢ়ৎবযবহংরড়হ শব্দের অর্থ হল উপলব্ধিকরণ। এখানে তোমার ঠড়পধনঁষধৎু অর্থাৎ ডড়ৎফ সবধহরহম, ংুহড়হুস (সমার্থক শব্দ) অহঃড়হুস (বিপরীতার্থক শব্দ) এবং ঢ়ধৎঃং ড়ভ ংঢ়ববপয সম্মব্ধে পূর্ণ ধারনা থাকতে হবে। চধৎঃ-ই : ঠড়পধনঁষধৎু উত্তর করতে ও ইধংরপ এৎধসসধৎ বিষয়ে ভাল জ্ঞান থাকা অপরিহার্য। প্রশ্নগুলোর সাথে ঞবহংব, ঠবৎন এর বিভিন্ন প্রকার, ঋড়ৎস বা গঠন, চধৎঃং ড়ভ ংঢ়ববপয, অভভরৎসধঃরাব, ঘবমধঃরাব ইত্যাদির সম্পর্ক রয়েছে অৎঃরপষব, চৎবঢ়ড়ংরঃরড়হ এর ব্যবহার। পরীক্ষা হলে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবে। ইংরেজী ১ম পত্রের ঢ়ধৎঃ-প খুবই গুরুত্বপূর্ণ । কারন এ অংশের উপর র্দূবল ছাত্র/ছত্রীদের পাশ এবং ভাল ছাত্র/ছত্রীদের জন্য অ অথবা অ+ প্রাপ্তি নির্ভর করে। ঝঁনংঃরঃঁঃরড়হ ঃধনষব এ প্রশ্নগুলোর উত্তর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূল ঈড়সঢ়ৎবযবহংরড়হ এ দেয়া থাকে। ঈড়সঢ়ৎবযবহংরড়হ এর ভাবার্থ উপলব্ধি করে অর্থ বুঝে উত্তর করবে। বাংলা অর্থ পারলে পূর্ণাঙ্গঁ বাক্য লিখতে সমস্যা হবে না। জব- ধৎৎধহমব সাধারনত বিখ্যাত ব্যক্তি বা গুরুত্ব পূর্ণ কাহিনী ভিত্তিক আসে । এজন্য প্রতিটি বাক্যের অর্থ জানতে পারলে কাহিনীর ধারাবাহিকতা সহজে উপলব্ধি করতে পারবে । ইংরেজিতে অ+ পেতে হলে ২য় পত্রের এৎধসসধৎ অংশ (ঢ়ধৎঃ-অ) ভাল করতে হবে। এখানে পুরো ৬০ নম্বর পেলে অ+ পেতে সমস্যা হবে না। এৎধসসধৎ এর প্রতিটি ওঃবস এর উপর নিয়মাবলী মিলিয়ে পরীক্ষা হলে ধহংবিৎ করতে হবে। ২য় পত্রের চধৎঃ-ই (পড়সঢ়ড়ংরঃরড়হ) অংশে ভাল করতে অবশ্যই ঋৎবব ৎিরঃরহম ংশরষষ থাকতে হবে। কোন প্রশ্ন কমন না থাকলেও যেন লিখতে পার সে ভাবে চৎধপঃরপব করবে। আর একটি কথা বিশেষভাবে স্মরণীয় যে, তোমরা যারা গ্রাম বা মফস্বলের ছাত্র/ছাত্রী রয়েছ তারা কখনো মানসিকভাবে দূর্বল হবেনা। অনেক সময় দেখা যায় শহরের চেয়ে মফস্বলের কলেজ ভাল রেজাল্ট করে থাকে। মানসিক প্রস্তুতি ভাল পরীক্ষার পূর্ব শর্ত। প্রস্তুতি গ্রহণে এবং পরীক্ষার হলে কখনো অস্থিরতা বা নার্ভাস ফিল্ করবেনা। মনে করবে তুমি সকল প্রশ্নের উত্তর জান এবং সফলতার সাথে তার উত্তর করতে সক্ষম। মনে রাখবে আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোবল পরীক্ষায় ভাল ফলাফলের জন্য অপরিহার্য। বন্ধুরা, তোমাদের সকলের শারীরিক সুস্থতা এবং আসন্ন পরীক্ষায় সার্বিক সাফল্য কামনা করছি।
×