ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হংকংয়ে নবনির্বাচিত প্রথম নারী নেতা

প্রকাশিত: ০৬:৩৪, ২৯ মার্চ ২০১৭

হংকংয়ে নবনির্বাচিত প্রথম নারী নেতা

বেজিংয়ের সমর্থন থাকায় ক্যারি লাম নির্বাচিত হবেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তাছাড়া, চীন শাসিত এ বাণিজ্য নগরীটির মানুষের ভোটেও লাম নির্বাচিত হননি। বরং রোববার ১২০০ সদস্যের একটি ‘নির্বাচন কমিটি’ যাদের বেশিরভাগই বেজিংপন্থী এবং চীন সরকারের অনুগত, সেই কমিটিই লামকে হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী হিসেবে বেছে নিয়েছে। ১ জুলাইয়ে হংকংয়ের বর্তমান প্রধান নির্বাহী লেয়ুং চুং ইং এর স্থলাভিষিক্ত হবেন ক্যারি লাম। নির্বাচিত হওয়ার পর লাম বলেন, ‘হংকং আমার জন্মভূমি, যেখানে মারাত্মক বিভেদ সৃষ্টি হয়েছে। আমার মূল লক্ষ্য এই বিভেদ মিটিয়ে ফেলা এবং জনগণের মন থেকে হতাশা কমিয়ে আনা। সামনে এগিয়ে যাওয়ার জন্য আমি আমাদের সমাজকে ঐক্যবদ্ধ করতে চাই।’ সূত্র : ইন্টারনেট
×