ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস দাবায় স্মরণ অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:২৯, ২৯ মার্চ ২০১৭

স্বাধীনতা দিবস দাবায় স্মরণ অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ও উত্তরায় অনুষ্ঠিত ‘স্বাধীনতা দিবস আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা’য় ৭ খেলায় সাড়ে ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এস এম স্মরণ। সমান খেলায় ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত রানারআপ হয়েছেন একই দলের ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবিন। এছাড়া সাড়ে ৫ পয়েন্ট পেয়ে তৃতীয় হন মোঃ জাকারিয়া। টাইব্রেকিংয়ে চতুর্থ থেকে ষষ্ঠ হন যথাক্রমে আব্দুর রউফ, আনোয়ার হোসেন দুলাল এবং গোলাম মোস্তফা ভুঁইয়া। ১৯০০-এর নিচের রেটিং ক্যাটাগরিতে ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিয়ে প্রথম ও দ্বিতীয় হন যথাক্রমে গোলাম সারোয়ার এবং মোঃ হাসান। ৪ পয়েন্ট পেয়ে বেস্ট ওমেন পুরস্কার পান উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মুশফিকা জান্নাত শাওড়ী। ৪ পয়েন্ট পেয়ে নন-রেটেড ক্যাটাগরিতে সেরা হন ফাহমিদা করিম। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ঢাকা স্কুলের অংশগ্রহণকারী ৭ শিক্ষার্থীকে দাবা বিষয়ক বই শুভেচ্ছা উপহার হিসেবে দেয়া হয়। খেলা শেষে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অন্যতম উপদেষ্টা কবি আনোয়ার মজিদ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আকরাম হোসেন, বুশরা টেক্সটাইল মিলস লিমিটেডের উপদেষ্টা অধ্যাপক মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং ঢাকা স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম হাফিজুল হক। ওয়ালটন স্বাধীনতা দিবস কুস্তি শুরু স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার থেকে পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হয়েছে ‘ওয়ালটন স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা।’ এ প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে আট দলের দুই শতাধিক কুস্তিগীর অংশ নিয়েছেন। বিচারকদের বিচারে পুরুষ ও মহিলা বিভাগের দুই সেরা কুস্তিগীরকে ১০ হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হবে। পাশাপাশি তাদের ‘বীর পালোয়ান’ খেতাবও দেয়া হবে। সেই সঙ্গে সম্মানসূচকভাবে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেয়া হবে। এছাড়া প্রতিটি ক্যাটাগরির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। সবমিলিয়ে কুস্তিগীররা ১৬টি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
×