ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শক্তিশালী দল গড়ছে ব্রাদার্স

প্রকাশিত: ০৬:২৯, ২৯ মার্চ ২০১৭

শক্তিশালী দল গড়ছে ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে শক্তিশালী দল গড়ার অভিপ্রায় ব্যক্ত করেছে ব্রাদার্স ইউনিয়ন। অভিজ্ঞ ভারতীয় কোচ সৈয়দ নঈমউদ্দীনের অধীনে এবারের প্রিমিয়ার লীগে নাকি শিরোপা জয়েই চোখ থাকবে গোপীবাগের ক্লাবটির। এমনটাই জানিয়েছেন ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ দলের ম্যানেজার আমের খান। তবে বাফুফের বারবার সূচী পেছানোর রীতির অবসান চান এই সংগঠক। এদিকে চ্যাম্পিয়ন না হলেও শীর্ষ তিনে থাকার লক্ষ্য আরেক ক্লাব রহমতগঞ্জের। ব্রাদার্স ইউনিয়ন। দেশের ক্লাব ফুটবলে নিজেদের হারিয়ে খোঁজা এক পরাশক্তির নাম। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে একবার জাতীয় চ্যাম্পিয়নশিপ, দুইবারের প্রিমিয়ার লীগ, তিনবার ফেডারেশন কাপ, একবার আগা খান গোল্ডকাপ ও একবারের বরদুলই ট্রফির চ্যাম্পিয়ন গোপীবাগের দলটি। তবে ২০০৪ সালের পর থেকে দেশের রুগ্ন ফুটবলের মতোই বিবর্ণ দশা ব্রাদার্সের। ২০০৭ সাল থেকে পেশাদার লীগ শুরু হওয়ার পর এক ২০১৩/১৪ মৌসুম ছাড়া কোনবারই শীর্ষ তিনের মধ্যে থাকতে পারেনি ব্রাদার্স। তবে এবার টনক নড়েছে ক্লাবটির কর্তাব্যক্তিদের। আসন্ন মৌসুমকে সামনে রেখে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই শক্তিশালী দল গড়তে যাচ্ছে তারা। তবে আক্ষেপের জায়গাও আছে। সাম্প্রতিক বছরগুলোতে দলবদলে বিভিন্ন ক্লাবের টাকার ভা-ার নিয়ে বসার রীতিতে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর দল গোছাতে হিমশিম খেতে হয়। তাই দলবদলের প্রক্রিয়াটিকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার তাগিদ দেন ক্লাবটির পরিচালক। শিরোপা জিতে আজ দেশে ফিরছেন রানী হামিদ-রাকিব স্পোর্টস রিপোর্টার ॥ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ শেষে ১৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দাবা দল বুধবার দুপুরে বিমানযোগে কাঠমান্ডু থেকে ঢাকা পৌঁছাবেন। এই আসরে ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব অপরাজিত চ্যাম্পিয়ন এবং মহিলা বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ চ্যাম্পিয়ন হন। এ ইভেন্টের সবগুলো পদকই বাংলাদেশের খেলোয়াড়রা অর্জন করেন। ইভা এ ইভেন্ট হতে একটি আন্তর্জাতিক মহিলা মাস্টার্সের নর্ম অর্জন করেন। সিম্মী মহিলা ক্যান্ডিডেট মাস্টারের খেতাব লাভ করেন। রাকিব জর্জিয়াতে অনুষ্ঠিতব্য বিশ^কাপ দাবার প্রথম রাউন্ডে খেলার সুযোগ পাবেন এবং রানী হামিদ ২০১৮ সালের বিশ্ব মহিলা দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
×