ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আয়েও মেসিকে ছাড়িয়ে রোনাল্ডো

প্রকাশিত: ০৬:২৮, ২৯ মার্চ ২০১৭

আয়েও মেসিকে ছাড়িয়ে রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যক্তিগত অর্জনে বর্তমানে সবার ওপরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবশেষ ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা দু’টি পুরস্কারই পর্তুগীজ তারকা জিতেছেন লিওনেল মেসিকে হারিয়ে। এবার আয়েও আর্জেন্টাইন অধিনায়ককে পেছনে ফেলেছেন সি আর সেভেন। ২০১৬-১৭ মৌসুমে ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আয় করেছেন রোনাল্ডো। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ সুপারস্টার সবমিলিয়ে আয় করেছেন ৮৭.৫ মিলিয়ন ইউরো (৯৫.৩ মিলিয়ন মার্কিন ডলার)। দ্বিতীয় স্থানে থাকা মেসির আয় ৭৬.৫ মিলিয়ন ইউরো। ফ্রান্স ফুটবল এই তথ্য নিশ্চিত করেছে। তালিকায় ৫৫.৫ মিলিয়ন ইউরো আয় করে তৃতীয় স্থানে ব্রাজিলিয়ান তারকা নেইমার। পরের অবস্থানগুলোতে আছেন যথাক্রমে রিয়াল মাদ্রিদের ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল (৪১ মিলিয়ন ইউরো) ও চাইনিজ সুপার লীগের হেবেই ফরচুনের পক্ষে খেলা আর্জেন্টাইন তারকা ইজেকুয়েল লাভেজ্জি (২৮.৫ মিলিয়ন ইউরো)। কোচ হিসেবে ২৮ মিলিয়ন ইউরো আয় করে শীর্ষে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জোশে মরিনহো। ২০১৬-১৭ মৌসুমে বেতন, বোনাস ও বিজ্ঞাপন থেকে আয়ের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। রেহাই পাচ্ছে না ফরাশগঞ্জ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটির এক সভা বাফুফে ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো ১. ফরাশগঞ্জ এসসিকে জরিমানাকৃত অর্থ দুই লাখ টাকা বাফুফে থেকে ২০১৪-১৫ ফুটবল মৌসুমে প্রদত্ত সব আর্থিক সুবিধাদি অর্থাৎ ১৩ লাখ টাকা এবং গত ২০১৪-১৫ ফুটবল মৌসুমে ফরাশগঞ্জকে বিভিন্ন খাতে জরিমানাকৃত ৯২ হাজার টাকাসহ মোট ১৫ লাখ ৯২ হাজার টাকা ইতোপূর্বে নির্ধারিত সময়ের মধ্যে বাফুফের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে জমা না দেয়ায় আগামী ১৩ এপ্রিলের মধ্যে ১৫ লাখ ৯২ হাজার টাকা বাফুফের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে ফরাশগঞ্জকে জমা দিতে হবে।
×