ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেদেরারের দুরন্ত জয়

প্রকাশিত: ০৬:২৮, ২৯ মার্চ ২০১৭

ফেদেরারের দুরন্ত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফর্মের তুঙ্গে আছেন রজার ফেদেরার। মিয়ামি ওপেনে সেটার নমুনা দেখিয়ে চলেছেন ৩৫ বছর বয়সী সুইজারল্যান্ডের এ তারকা। তৃতীয় রাউন্ডে তিনি আর্জেন্টিনার মার্টিন ডেল পোত্রোকে ৬-৩, ৬-৪ সেটে বিধ্বস্ত করেছেন। আসরের এক নম্বর বাছাই ফেদেরারের স্বদেশী স্টানিসলাস ওয়ারিঙ্কাও উঠে গেছেন চতুর্থ পর্বে। এছাড়া আট নম্বর বাছাই বেলজিয়ামের ডেভিড গোফিন, ১০ নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ, ১২ নম্বর বাছাই অস্ট্রেলিয়ার নিক কিরজিওস। মিয়ামিতে সবসময়ই দর্শকরা বিপুল সমর্থন দেন ডেল পোত্রোকে। কারণ আর্জেন্টিনার অনেক বাসিন্দা এখানে বসবাস করেন। ক্র্যানডন পার্কে চার নম্বর বাছাই ফেদেরারের বিরুদ্ধে লড়াইয়েও সিংহভাগ সমর্থন পেলেন। কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা ফেদেরারের পক্ষেই গেছে। ২০১৩ সালের পর এই প্রথম মুখোমুখি হয়েছিলেন দু’জন। আগের ২১ বারের মোকাবেলায় ১৫ বারই জয় তুলে নিয়েছিলেন ফেদেরার। আবারও পোত্রোকে হারিয়ে দিলেন তিনি। এশিয়া কাপ হকির প্রস্তুতি জার্মানিতে স্পোর্টস রিপোর্টার ॥ কদিন আগেই অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড টুতে ভাল খেলে কমপক্ষে সেমিফাইনাল পর্যন্ত যাবার লক্ষ্য ছিল স্বাগতিক বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত হতাশা জাগিয়ে পঞ্চম হয় তারা। এই বাজে ফলের জন্য দলের জার্মান কোচ অলিভার কার্টজ দায়ী করেছিলেন পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচের ঘাটতিকে। আফ্রিকা ট্যুরে গিয়ে প্রস্তুতি নেয়ার পরিকল্পনা ভেস্তে যায় ভিসা জটিলতায়। সামনেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকি। এই আসরে প্রত্যাশিত ফলের জন্য যেন প্রস্তুতির ঘাটতি না থাকে, সেজন্য দলের কোচ অলিভার চাইছেন তার নিজ দেশ জার্মানিতে প্রস্তুতি নেয়ার কাজটা সারুক জিমি-চয়নরা। তবে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) যেভাবে কাজ করছে, তাতে এশিয়া কাপে বাংলাদেশ দল কতটা ভাল ফল করবে, তাতে যথেষ্ট সংশয় আছে। দলের সহকারী কোচ মাহবুব হারুনের ইচ্ছে ছিল খেলোয়াড়দের খেলার মধ্যে রাখার। নইলে ফিটনেস ফেরতে আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে। কিন্তু বাহফে বলছে এশিয়া কাপের আগে প্রিমিয়ার লীগ শুরু করবে না তারা। সেক্ষেত্রে শুধু প্রস্তুতি ঘাটতি নয়, ফিটনেস সমস্যায়ও পড়বে পুরো দল। ফলে সেটা এড়াতেই জলদিই এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করতে চাচ্ছেন অলিভার। জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্ততি ম্যাচসহ বাহফেকে বিভিন্ন পরিকল্পনাও দিয়েছেন তিনি। এছাড়া ফিটনেস ধরে রাখতে খেলোয়াড়দের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন কার্টজ। অক্টোবরে ঘরের মাঠে দশম এশিয়া কাপ। সূচী এখনও ঠিক হয়নি। তবে ভারত-পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। তাই টুর্নামেন্টের আগে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার পরিকল্পনা জার্মান কোচের। সেখানে শুধু অনুশীলন নয়, কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলারও পরিকল্পনা আছে অলিভারের।
×