ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরেক ইব্রার খোঁজে সুইডেন

প্রকাশিত: ০৬:২৮, ২৯ মার্চ ২০১৭

আরেক ইব্রার খোঁজে সুইডেন

স্পোর্টস রিপোর্টার ॥ টানা ১৫ বছর জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন। অপরিহার্য স্ট্রাইকার জ¬াতান ইব্রাহিমোভিচ অবশ্য গত বছরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেছেন। দীর্ঘকায় এ তারকা সুইডেনের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বাধিক গোলদাতা ফুটবলার। কিন্তু ইব্রার বিদায়ের পর এখন পর্যন্ত সেই মানের কোন খেলোয়াড় পায়নি সুইডিশরা। অভাবটা হাড়ে হাড়েই টের পাচ্ছে দলটি। আরেক ইব্রাহিমোভিচ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে তাদের। গত বছর জুনে জাতীয় দল থেকে অবসরে যান জ¬াতান। তবে ক্লাব ফুটবলে এখনও দুর্ধর্ষ স্ট্রাইকারের ভূমিকায় দুর্দান্ত খেলে চলেছেন তিনি। ৩৫ বছর বয়সী এ ফুটবলার সুইডেনের হয়ে ১১৬ ম্যাচ খেলে ৬২ গোল করেছেন। দেশটির ফুটবল ইতিহাসে আর কারও এত গোল নেই। কিন্তু ইব্রার বিদায়ের পর থেকে এখন পর্যন্ত কোন তরুণ তারকাকে খুঁজে পায়নি সুইডেন যাকে ভবিষ্যতের জ¬াতান ভেবে নেয়া যায়। অভাবটা প্রকট হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ তারকাদের দীর্ঘ তালিকায়ও নাম নেই কোন সুইডিশ ফুটবলারের। যদিও দুই তরুণ এমিল ফর্সবার্গ ও আলেক্সান্ডার আইসাক কিছুটা অপরিহার্যতা পেয়েছেন। কিন্তু তারা কেউ ইব্রাহিমোভিচের উপযুক্ত উত্তরসূরি হয়ে উঠতে পারেননি। এ বিষয়টি এখন প্রাচীন প্রবাদ হয়ে যাচ্ছে, ‘পরবর্তী জ¬াতান, নতুন জ¬াতান, জ¬াতান জুনিয়র, উত্তরের জ¬াতান... এ সবই এখন যেন কাগুজে ইতিহাস যা ১৫ বছর ধরে ছিল।’ ২০১৪ সাল পর্যন্ত সুইডেনের এমন কোন তারকা ছিল না যার তারকা মূল্য ও নৈপুণ্য জ¬াতানের ধারে কাছে ছিল। অনেক তরুণ খেলোয়াড়কে শুরুর দিকে তার সঙ্গে তুলনা করা হয়েছিল। কিন্তু বিশ্বের বড় বড় লীগেই যেতে পারেনি তারা এবং হারিয়ে গেছে। কিন্তু ১৭ বছর বয়সী আলেক্সান্ডার আইসাকের ব্যতিক্রম হতে চলেছেন বলেই মনে করছে সবাই। এ বছর জানুয়ারিতে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে। এর মাত্র দুই সপ্তাহ আগেই সুইডেনের পক্ষে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে ইতিহাস গড়েন এ তরুণ। গত শনিবার বেলারুশের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাকে দলে রেখেছিল সুইডেন। ম্যাচটায় ৪-০ গোলের বড় জয় পায় সুইডিশরা। কিন্তু পর্তুগালের বিরুদ্ধে তাকে রাখেননি কোচ জ্যান এ্যান্ডারসন। তবে আইসাক নিয়মিত হতে চান জাতীয় দলে। তিনি বলেন, ‘আমি জাতীয় দলে নিয়মিত খেলতে চাই। সেজন্য আমাকে খুব ভাল প্রভাব তৈরি করতে হবে।’ অবশ্য এই মুহূর্তে আইসাক মনোযোগী অনুর্ধ-২১ ইউরো চ্যাম্পিয়নশিপস নিয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই এ বিষয়ে খুব সতর্ক। এই টুর্নামেন্ট আমার জন্য প্রথম হতে যাচ্ছে। কারণ ২০১৬ সালে অনুর্ধ-১৭ প্রতিযোগিতাটা আমি মিস করেছি। সে বিষয়ে আমার মনে একটা তিক্ত ভাব তৈরি হয়েছে। এ কারণে আমার নজর এবার পোল্যান্ডে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের দিকে।’ আইসাক দলে নিয়মিত না হলেও এই মুহূর্তে ইব্রার রেখে যাওয়া ১০ নাম্বার জার্সিটি পরে খেলছেন ফর্সবার্গ। বর্তমানে তিনি বুন্দেসলিগার দল আরবি লিপজিগের হয়ে খেলছেন। এ মৌসুমে ক্লাবটিও বেশ ঈর্ষণীয় সাফল্য পাচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ে বেলারুশের বিরুদ্ধে জোড়া গোল করেছেন ফর্সবার্গ শনিবার। তার ব্যাপারে লুন্ড বলেন, ‘ভিক্টর নিলসন লিন্ডেলফের পাশাপাশি সে নতুন প্রজন্মের দারুণ খেলোয়াড়। সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তারা আরও ভাল হয়ে উঠবে।’
×