ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিল বিশ্বের সেরা দল ॥ নেইমার

প্রকাশিত: ০৬:২৭, ২৯ মার্চ ২০১৭

ব্রাজিল বিশ্বের সেরা দল ॥ নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ বেদনা ভুলে আবারও সুখের সান্নিধ্যে নেইমার, কুটিনহো, আলভেজ, পাউলিনহোরা। তরুণ এসব ফুটবলারদের উদ্ভাসিত নৈপুণ্যে উড়ছে ব্রাজিল ফুটবল দল। বিশ্বকাপ বাছাই ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবার শীর্ষে সেলেসাওরা। আজ প্যারাগুয়েকে হারালে প্রথম দল হিসেবে ২০১৮ বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যেতে পারে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এই ম্যাচটির আগে নেইমার জানিয়েছেন, ব্রাজিল বিশ্বের সেরা দল। বার্সিলোনা তারকা আরও জানিয়েছেন, লিওনেল মেসিও ব্রাজিলের খেলার গুণমুগ্ধ। সাবেক কোচ কার্লোস দুঙ্গার বিদায়ের পর টিটের অধীনে ব্রাজিল যেন উড়ছে। টানা আটটি জয় পেয়েছে তারা। এর মধ্যে সাতটিই বিশ্বকাপ বাছাইপর্বে, একটি প্রীতি ম্যাচে। এই ব্রাজিল মানো মেনেজেস, দুঙ্গা আর লুইস ফিলিপ সোলারি যুগের তুলনায় সুন্দর ফুটবলও উপহার দিচ্ছে। বিশ্বজোড়া ফুটবল প-িতদের প্রশংসাও পাচ্ছেন নেইমাররা। আর্জেন্টাইন অধিনায়ক মেসিও মুগ্ধ ব্রাজিলের খেলায়। মেসির এই মুগ্ধতার কথা জানিয়েছেন তার বার্সা সতীর্থ নেইমার। এ প্রসঙ্গে সেলেসাও তারকা বলেন শুধু মেসিরই নয়, ব্রাজিলের এই দলটি অনেক মানুষেরই নজর কাড়ছে। আমরা ভাল খেলছি। আমাদের এই দলটিই এখন বিশ্বসেরা। সেই সঙ্গে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নিজের তুলনায় মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন না নেইমার। তারকা এই ফরোয়ার্ড জানিয়েছেন, নিজের উন্নতির দিকেই কেবল মনোযোগ থাকে তার। বর্ষসেরা ফুটবলারের গত নয় বছরের পুরস্কার জিতেছেন মেসি ও রোনাল্ডো। ২০১৫ সালে তৃতীয় হয়েছিলেন ২৫ বছর বয়সী নেইমার। তবে অনেকের বিশ্বাস, এবার ব্রাজিলিয়ান তারকা ব্যালন ডি’অর জিতবেন। ছাপিয়ে যাবেন মেসি ও রোনাল্ডোকে। নেইমার অবশ্য এসব নিয়ে ভাবেন না বলেই জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয় নিয়ে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আসলেই এগুলো পছন্দ করি না আমি। তারা (মেসি ও রোনাল্ডো) দু’জন গ্রেট ফুটবলার, যারা গত ১০ বছর ধরে ধারাবাহিকভাবে উঁচুমানের ফুটবল খেলছে। তাদের দু’জনকে আমি পছন্দ করি; একজনের সঙ্গে তো প্রতিদিনই খেলি। বার্সিলোনা সতীর্থ মেসির প্রশংসা করার সঙ্গে নিজের উন্নতির প্রতি মনোযোগ দেয়ার কথাও জানান নেইমার। বলেন, যাদের সঙ্গে আমি খেলেছি, তাদের মধ্যে মেসিই সেরা এবং আমি তার কাছ থেকে শিখছি। প্রতিদিনই আমি আরও ভাল খেলোয়াড় হতে চাই। গতকাল ভাল খেলেছি, আজ আমি আরও ভাল খেলতে চাই। কারও চেয়ে ভাল হতে চাই না। প্রতিদিনিই আমি নিজেকে ছাপিয়ে যেতে চাই। আমি শুধু আরও ভাল হতে চাই। এদিকে সময়ের সেরা তারকা নেইমারকে পেতে অনেক ক্লাবই নাকি ঘাপটি মেরে আছে। কিছুদিন আগে তিনি নিজেই জানান, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার ইচ্ছা আছে। এরপর থেকেই নেইমারের ন্যুক্যাম্প ছাড়া নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে। এরই মধ্যে বার্সিলোনা-ভিত্তিক স্প্যানিশ এক পত্রিকা আরেকবার দাবি করছে, নেইমারকে পাওয়ার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে যদি ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়তে হয় তাতেও সমস্যা নেই। বার্সায় নেইমারের এখনকার বেতনের দ্বিগুণ বেতনও নাকি দিতে রাজি রেড ডেভিলসরা। পত্রিকাটি এই খবরের সূত্র হিসেবে উল্লেখ করেছে নেইমারের বাবার কথা। ম্যানইউ নাকি এর আগেও যোগাযোগ করেছিল নেইমারের বাবার সঙ্গে। তবে এখন আক্ষরিক অর্থেই যে কোন মূল্যে নেইমারকে পেতে চায় ইংলিশ পরাশক্তিরা। যদি এটা সম্ভব হয় তাহলে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার পল পোগবার (১০৫ মিলিয়ন ইউরো) চেয়েও বেশি ট্রান্সফার ফি দিতে হবে ম্যানইউকে। আর এতেও আপত্তি নেই ওল্ডট্র্যাফোর্ডের দলটির। শোনা যাচ্ছে, নেইমারকে মৌসুমে ২৫ মিলিয়ন ইউরো বেতন দিতে রাজি ম্যানইউ। যা বার্সিলোনায় এখনকার বেতনের প্রায় দ্বিগুণ। শেষ পর্যন্ত এটা হলে ইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হয়ে যাবেন নেইমার। এই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হয় কিনা সেটাই এখন দেখার।
×