ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষদিনে জয়ের আশায় নিউজিল্যান্ড

প্রকাশিত: ০৬:২৭, ২৯ মার্চ ২০১৭

শেষদিনে জয়ের আশায় নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয়দিনে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটিং ও চতুর্থদিনে বোলারদের দাপুটে নেপুণ্যে হ্যামিল্টন টেস্টে দারুণ অবস্থায় নিউজিল্যান্ড। আজ শেষদিনে ফয়সালার অপেক্ষায় থাকা ম্যাচে স্মরণীয় এক জয়ের আশায় কিউইরা। চতুর্থদিন শেষে ৮০ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ইনিংস হার এড়াতে আরও ৯৫ রান চাই প্রোটিয়াদের। ফ্যাফ ডুপ্লেসিস ও কুইন্টন ডি’কক দু’জনেই ব্যাট করছেন ব্যক্তিগত ১৫ রান নিয়ে। শেষ স্বীকৃত ব্যাটসম্যান বলতে এই দু’জনই। প্রথম ইনিংসে ৩১৪ রানে অলআউট হয় অতিথিরা। নিউজিল্যান্ড ৪৮৯। গত এক যুগেরও বেশি সময়ে মুখোমুখি ১৫ টেস্টে কখনই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি কিউইরা। এবার দীর্ঘ সেই অপেক্ষা ঘোচানোর আশায় ব্ল্যাক-ক্যাপসরা। সঙ্গে ১-০তে পিছিয়ে থাকা সিরিজ সমতায় শেষ করার সুযোগ উইলিয়ামসনদের সামনে। ৪ উইকেটে ৩২১ রান নিয়ে বুধবার প্রথম ইনিংসের খেলা শুরু করে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনার ও রেকর্ড সেঞ্চুরিয়ান উইলিয়ামসন দলকে আরও এগিয়ে নেন। ৮৮ রানের পঞ্চম উইকেট জুটি ভাঙ্গেন মরনে মরকেল। উইলিয়ামসন ফেরেন ১৭৬ রানে। ২৮৫ বলে ১৬ চার ও ৩ ছক্কায় দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন তিনি। স্যান্টনারকে (৪১) পঞ্চাশের আগে ফেরান কাগিসো রাবাদা। অবশ্য তাতেও দক্ষিণ আফ্রিকার ভোগান্তি শেষ হয়নি। আটে নেমে ৫ চার ও ২ ছক্কায় ৫৭ রানের ইনিংসে নিউজিল্যান্ডকে পাঁচ শ’র কাছাকাছি নিয়ে যান কলিন ডি গ্র্যান্ডহোম। ম্যাট হেনরি করেন ১২ রান। প্রোটিয়াদের হয়ে সফল দুই পেসার মরকেল ও রাবাদা নেন ৪টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে ৮০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। বল হাতেও অতিথি শিবিরে ধসের শুরুটা করেন সেই গ্র্যান্ডহোম। ওপেনার ডিন এলগারকে (৫) আউট করেন এ পেসার। এরপর স্পিনার জিতেন প্যাটেল তুলে নেন ২ উইকেট। আসলে ১৬২.১ ওভার ফিল্ডিং করা দক্ষিণ আফ্রিকানদের ব্যাটিংয়ে ছিল ক্লান্তির ছাপ। হাশিম আমলার (১৯) আউটে সেটি আরও বেশি করে স্পষ্ট হয়। প্যাটেলের বলে সিøপে ক্যাচ দিয়েছেন অলস এক শট খেলে। প্যাটেলের অন্য উইকেটটি জেপি ডুমিনির (১৩)। ডি ব্রুইন (১২) হয়েছেন রানআউট। আর ম্যাট হেনরি তুলে নেন টেম্বা বাভুমাকে (১)। দক্ষিণ আফ্রিকার আশা হয়ে উইকেটে আছেন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ও কুইন্টন ডি কক। দু’জনের রানই ১৫। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৩১৪/১০ (৮৯.২ ওভার; এলগার ৫, ব্রুইন ০, আমলা ৫০, ডুমিনি ২০, ডুপ্লেসিস ৫৩, বাভুমা ২৯, ডি কক ৯০, ফিল্যান্ডার ১১, মহারাজ ৯, রাবাদা ৩৪, মরনে মরকেল ৯*; হেনরি ৪/৯৩, গ্র্যান্ডহোম ২/৬২, ওয়াগনার ৩/১০৪, স্যান্টনার ১/২৪) ও দ্বিতীয় ইনিংস ৮০/৫ (৩৯ ওভার; এলগার ৫, ডি ব্রুইন ১২, আমলা ১৯, ডুমিনি ১৩, ডুপ্লেসিস ১৫*, বাভুমা ১, ডি কক ১৫*; হেনরি ১/২০, ডি গ্র্যান্ডহোম ১/১৫, ওয়াগনার ০/১৬, প্যাটেল ২/২২, স্যান্টনার ০/৭)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৪৮৯/১০ (১৬২.১ ওভার; লাথাম ৫০, র‌্যাভাল ৮৮, উইলিয়ামসন ১৭৬, স্যান্টনার ৪১, ওয়াটলিং ২৪, ডি গ্র্যান্ডহোম ৫৭, হেনরি ১২, প্যাটেল ৫, ওয়াগনার ০*; ফিল্যান্ডার ০/৭৯, মর্কেল ৪/১০০, রাবাদা ৪/১২২, মহারাজ ২/১১৮, ডুমিনি ০/৩৮, এলগার ০/১৩, বাভুমা ০/৭)। ** চতুর্থদিন শেষে
×