ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শীঘ্রই আসছে নতুন ফুটবল কোচ

জেগে ওঠার মন্ত্র খুঁজছে হল্যান্ড

প্রকাশিত: ০৬:২৬, ২৯ মার্চ ২০১৭

জেগে ওঠার মন্ত্র খুঁজছে হল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ রুগ্ন দশায় পতিত হল্যান্ডের ফুটবল। টোটাল ফুটবলের জনকদের ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বাছাইপর্বে করুণ দশার কারণেই এ হাল। এমন হলে ২০০২ সালের পর আবারও ফুটবলের সর্বোচ্চ আসরে খেলা হবে না ডাচদের। অথচ সবশেষ দুই বিশ্বকাপেই সেমিফাইনাল খেলেছে হল্যান্ড। ২০১০ বিশ্বকাপে তো রানার্সআপ। সেই দলটিই এখন হাহাকার করছে বাছাইপর্বে। বুলগেরিয়ার কাছে সবশেষ ম্যাচে ২-০ গোলে হারের পর ছাঁটাই করা হয়েছে কোচ ড্যানি ব্লিন্ডকে। এখন নতুন কোচ নিয়োগ দিয়ে জেগে ওঠার আশায় টোটাল ফুটবলের জনকরা। ব্লিন্ডের বরখাস্তের পর অনেকের নামই শোনা যাচ্ছে সম্ভাব্য কোচ হিসেবে। এর মধ্যে আছেন সাবেক কোচ লুইস ভ্যান গাল ও ফ্রাঙ্ক ডি বোয়ের। তবে দু’জনের কেউই কোচ হচ্ছেন না বলে জানিয়েছেন। ভ্যান গাল নতুন কোচ পেতে সহযোগিতার কথা জানিয়েছেন আর বোয়েরের নাকি কোচ হওয়ার কোন ইচ্ছে নেই। ব্লিন্ড ছাঁটাই হওয়ার পর ধারণা করা হয়েছিল, আয়াক্সের সাবেক কোচ ডে বোয়ের যোগ দিবেন ডাচ শিবিরে। কিন্তু জানা গেছে, জাতীয় দলের জার্সি গায়ে ১১২টি ম্যাচ খেলা ৪৬ বছর বয়সী ডি বোয়ের জাতীয় দল নয় বরং ক্লাব ফুটবলে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। চলতি মৌসুমে ইন্টার মিলানের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য কাজ করার অভিজ্ঞতা হয়েছে ডি বোয়েরের। এ সম্পর্কে তার এজেন্ট গুজিও আলবার্স বলেছেন, সে প্রতিদিনই মাঠে থাকতে চায়। এ কারণেই জাতীয় দলের দায়িত্ব নিতে তিনি আগ্রহী নন। এখানে ঝুঁকির বিষয়টি কোন ব্যাপার নয়, ফ্রাঙ্ক মূলত ক্লাব ফুটবলে ফিরতে চায়। এদিকে ডি বোয়েরের যমজ ভাই রোনাল্ড মনে করেন এই সময় জাতীয় দলের কোচ হিসেবে সাবেক বস ভ্যান সেরা বাছাই হতে পারে। তবে তৃতীয় মেয়াদে তাকে ফিরিয়ে আনতে হলে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া এই তালিকায় আরও থাকতে পারেন বার্সিলোনা ও চেলসির সাবেক সহকারী ও বর্তমানে আবুধাবীর ক্লাব আল জাজিরার কোচ হেঙ্ক টেন কাটে। তবে যেই হোক না কেন, দ্রুতই কোচ নিয়োগ দিতে চায় ডাচ ফুটবল। এক সপ্তাহের মধ্যে সেটা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাচ ফুটবলের টেকনিক্যাল ডাইরেক্টর জেন পল। তিনি বলেন, আমরা বিদেশী কোচের দিকে তাকিয়ে আছি। শেষ পর্যন্ত কি হয় সেটা এখন নিশ্চিত না। তবে এক সপ্তাহের মধ্যে নতুন কোচ নিয়োগ দেয়া হবে আশা করছি। এর আগে ২০১৫ সালে জুলাইয়ে গাস হিডিঙ্কের স্থলাভিষিক্ত হয়েছিলেন ৫৫ বছর বয়সী ব্লিন্ড। কিন্তু বুলগেরিয়ার কাছে হেরে ইউরোপিয়ান বাছাইপর্বে গ্রুপ-এ’তে চতুর্থ স্থানে নেমে গেছে ডাচরা। টেবিলের শীর্ষে থাকা ফ্রান্সের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শুধু গ্রুপ বিজয়ীরা সরাসরি খেলার সুযোগ পাবে। বরখাস্তের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন ব্লিন্ড। তিনি বলেন, বুলগেরিয়ায় আমরা সঠিক পথেই ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল আমাদের অনুকূলে ছিল না। মঙ্গলবার রাতে আমাস্টারডামে ইতালির বিরুদ্ধে প্রীতি ম্যাচে ব্লিন্ডের সহকারী ফ্রেড গ্রিম কোচের দায়িত্ব পালন করেছে। এ সম্পর্কে ডাচ ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ড্যানির প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু নেতিবাচক ফলাফলের জন্য ও বিশ্বকাপে বাছাইপর্বে বাধা পেরুতে সমস্যার কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তিনবারের বিশ্বকাপ রানার্সআপ হল্যান্ড ২০১৬ সালে ইউরোর চূড়ান্ত পর্বেও খেলতে ব্যর্থ হয়েছিল। উল্লেখ্য, কখনও বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি ডাচরা।
×