ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক শ’ কেজি ওজনের স্বর্ণ মুদ্রা চুরি

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ মার্চ ২০১৭

এক শ’ কেজি ওজনের স্বর্ণ মুদ্রা চুরি

জামার্নির বার্লিন শহরের প্রখ্যাত বোদে জাদুঘরে সংরক্ষিত এক শ’ কেজি ওজনের একটি স্বর্ণ মুদ্রা চুরি গেছে। এই কানাডীয় মুদ্রাটির নাম বিগ ম্যাপল লিফ। এটির দাম ৪০ লাখ ডলার। মুদ্রাটিতে রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি রয়েছে। রাতের বেলায় একদল দক্ষ চোর এই মুদ্রাটি চুরি করে। তবে চোরদের চুরি করার এই দক্ষতা দেখে রীতিমতো ভিরমি খাচ্ছে জাদুঘর কর্তৃপক্ষ। কারণ, এই নিñিদ্র নিরাপত্তা বলয় ভেঙ্গে চুরি করা চাট্টি খানি কথা নয়। গত সোমবার এই মুদ্রাটি চুরির বিষয়টি নিশ্চিত হয় বোদে কর্তৃপক্ষ। পুলিশের ধারণা, অন্তত একজন চোরের পক্ষে এত বড় মুদ্রা সরানো সম্ভব নয়। পুলিশ বলছে, চোরের দল হয়ত জানালা ভেঙ্গে ভেতরে ঢুকেছিল। জাদুঘরটির সামান্য দূরের রেললাইনের পাশে পুলিশ একই দিন একটি মই খুঁজে পায়। একটি বুলেট প্রুফ কাঁচের ঘরে মুদ্রাটি সংরক্ষিত ছিল। এটির গায়ে রয়েল কানাডিয়ান টাকশাল-২০০৭ লেখা রয়েছে।-বিবিসি অবলম্বনে।
×