ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমানের ছয় রুটে ২০ শতাংশ ছাড়

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ মার্চ ২০১৭

বিমানের ছয় রুটে ২০ শতাংশ ছাড়

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশী-বিদেশী পর্যটকদের উৎসাহিত করতে এবং যাত্রীদের বিশেষত ভ্রমণপিপাসুদের জন্য ঢাকা থেকে ব্যাংকক, সিংগাপুর, ইয়াঙ্গন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু রুটে ইকনমি ক্লাসের টিকেটে ২০ শতাংশ ছাড় দেবে। টিকেট কেনার দিন থেকে অবশ্যই ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে বিদেশগামীদের ভ্রমণে যেতে হবে। ঢাকা ট্রাভেল মার্টে, বিমানের স্টল হতে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে রিটার্ন টিকেট হবে ৩৫,৫৫০ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ২৫,৫৪২ টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ২১,৮৫৪ টাকা, ঢাকা –ইয়াঙ্গুন-ঢাকা রুটে ২২,৪৬৯ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৫,২৩৫ টাকা এবং ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ১১,৬৯৪ টাকা রিটার্ন টিকেট কিনতে পারবে। আগ্রহীরা অনুষ্ঠেয় এ মেলায় বিমান স্টল থেকে আন্তর্জাতিক রুটের টিকেটে ৭% ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে ক্রয় করা যাবে। বিমান স্টল থেকে ডেবিট/ক্রেডিট কার্ডসহ নগদ মূল্যে টিকেট ক্রয় করা যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্প্রতি সকল আন্তর্জাতিক ফ্লাইটসমূহে ডায়াবেটিক খাবার ও ছোট বাচ্চাদের জন্য কিডস্ ফুডের ব্যবস্থা করেছে। এ ছাড়া ঢাকা-লন্ডন-ঢাকা রুটে সম্মানিত বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য বৈচিত্র্যময় সুস্বাদু খাবার ও এনফ্লাইট এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। মেলা পরিদর্শনে আসা দর্শনার্থীদের জন্য প্রতিদিন প্রবেশ টিকেটে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে সৌজন্য টিকেটের ব্যবস্থা থাকবে যেখানে পুরস্কার হিসেবে থাকছে আন্তর্জাতিক রুটের রিটার্ন টিকেট।
×