ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোজী ফেরদৌসের বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৫৬, ২৯ মার্চ ২০১৭

রোজী ফেরদৌসের বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক জনকণ্ঠে ২০০৫ সালের ১৯ মার্চ বাংলা ১৪১১ সালের ৫ চৈত্র বাংলাদেশে সংবাদ সংস্থার সাবেক (বাসস) সিনিয়র সাব এডিটর রাশিদা সুলতানা (রোজী ফেরদৌস)-এর নামে প্রথম পাতায় ৪নং কলামে একটি ভুল ও কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশিত হয়। রাশিদা সুলতানা রোজী ফেরদৌসকে সেই সময় বাসস ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (অফাড়পধপু ধহফ ঈড়সসঁহরপধঃরড়হ ভড়ৎ ঈযরষফৎবহ ধহফ ডড়সবহ চৎড়লবপঃ) প্রকল্পে ডেপুটি ডিরেক্টর হিসেবেও অতিরিক্ত দায়িত্বে নিয়োগ দেয়া হয়। ওই প্রকল্পে তিনি অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে ওই ভুল সংবাদটি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়। এ ব্যাপারে রাশিদা সুলতানা রোজী ফেরদৌস দৈনিক জনকণ্ঠে ২৮.০৩.২০০৫ সালে রেজিস্টার্ড ডাকযোগে একটি প্রতিবাদ পাঠান। কিন্তু ওই প্রতিবাদ জনকণ্ঠ প্রকাশ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, বার্তা সম্পাদক কামরুল ইসলাম খান এবং সার্কুলেশন ম্যানেজারসহ চারজনের নামে সিআর মামলা নং-১০৫৮/২০০৫ তারিখ-২৮.০৩.২০০৫, মানহানির ৫০০/৫০১ দ-বিধি ধারায় মামলা দায়ের করেন। সুদীর্ঘ ১১ বছর ধরে বিজ্ঞ সিএমএম এবং দায়রা জজ আদালতে এ মামলা চলে। সর্বশেষ গত ১৫ মার্চ, ২০১৭ আদালতের বাইরে তাদের দুই পক্ষের আইনজীবীগণ মীমাংসা করার প্রস্তাব দেন। আইনজীবীদের পরামর্শ ও আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে বাদী ও বিবাদী দু’পক্ষই সে প্রস্তাব মেনে নেয়। মীমাংসা হিসেবে জনকণ্ঠ কর্তৃপক্ষ পত্রিকার যে স্থানে সংবাদটি ছাপা হয়েছিল তাঁর প্রেরিত এ প্রতিবাদলিপিটি সে স্থানে প্রকাশের সিদ্ধান্ত জানায়। বিজ্ঞ আদালত, বাদী ও বিবাদী পক্ষ এ সিদ্ধান্ত মেনে নেন। সে সিদ্ধান্ত অনুযায়ী বাদীর প্রতিবাদলিপিটি ছাপা হলো।
×