ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ প্রধানমন্ত্রী ফরিদপুরে যাচ্ছেন

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ মার্চ ২০১৭

আজ প্রধানমন্ত্রী ফরিদপুরে যাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ মার্চ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ফরিদপুর সফরে আসছেন। ২০০৯ সালে দ্বিতীয় দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এই প্রথম ফরিদপুরে আসছেন তিনি। এজন্য ফরিদপুর সেজেছে নবরূপে। সর্বত্র উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বদরপুরে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়ি থেকে শুরু করে সিএ্যান্ডবি ঘাট এবং হাড়োকান্দির নদী গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে গোয়ালচামটের ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত আট কিলোমিটার সড়কের দুই পাশে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। প্রধানমন্ত্রী বিকেল ৩টায় সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শোনার সুবিধার জন্য ওই মাঠের চারপাশে সাড়ে আট কিলোমিটার সড়কে মাইকের সংযোগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে বেলা ১১টা ৪০ মিনিটে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর নামাজ ও মধ্যাহ্নবিরতি পালন করার কথা। এরপর বিকেল পৌনে ৩টায় সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রী ২০ নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন এবং ১২টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ফরিদপুর ত্যাগ করার কথা। প্রধানমন্ত্রী দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে জোহরের নামাজ আদায় এবং মধ্যাহ্নবিরতি পালন করবেন। প্র্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ ওরফে পুতুল খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ। সে হিসেবে প্রধানমন্ত্রী মধ্যাহ্নবিরতির ওই সময়টুকু মেয়ের বাড়িতেই অবস্থান করবেন। ওই বাড়িতে তিনি তিন ঘণ্টা থাকবেন এবং দুপুরের খাবার গ্রহণ করবেন। ওই বাড়িতে প্রধানমন্ত্রীকে বিভিন্ন পদের মাছ, ভাত ও ডাল দিয়ে বাঙালীয়ানা খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হবে। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক জানান, এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার হেলালউদ্দিন আহমেদ, পুলিশের ভারপ্রাপ্ত ডিআইজি মাহাবুবুর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। সংশ্লিষ্ট এক সরকারী কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর খাবার তালিকায় মুরগির কোরমার পাশাপাশি খাসি ও গরুর মাংস পরিবেশন করা হবে। মাছের রান্নার মধ্যে শর্ষে ইলিশ, রুই মাছের কালিয়া, চিতল মাছের কোপ্তাসহ রোয়াল, কই, শিং, আইড়, চিংড়ি ও কাচকি মাছের চচ্চড়ি পরিবেশন করা হবে। এছাড়া কয়েক ধরনের ভর্তা, সবজি, দই, মিষ্টি পায়েসও রয়েছে খাবারের তালিকায়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে আসছেন। তাঁর মেয়ে মায়ের আপ্যায়ন ও যত্মের ব্যাপারে কোন ত্রুটি রাখবেন না। এর পাশাপাশি স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন উপস্থিত থাকবেন। সফরকালে প্রধানমন্ত্রী ২০ নির্মাণ প্রকল্পের ফলক উদ্বোধন এবং ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদ্বোধন করবেন ॥ জেলা প্রশাসকের কার্যালয় নির্মাণ প্রকল্প, ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্প, পল্লিকবি জসীমউদ্দীন সংগ্রহশালা নির্মাণ প্রকল্প, ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নির্মাণ প্রকল্প, শিশু একাডেমি নির্মাণ প্রকল্প, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শকের কার্যালয় নির্মাণ প্রকল্প, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প, আঞ্চলিক পাসপোর্ট অফিস ফরিদপুর নির্মাণ প্রকল্প, ফরিদপুর ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট নির্মাণ প্রকল্প, সরকারী রাজেন্দ্র কলেজের একাডেমিক কাম পরীক্ষা হল নির্মাণ প্রকল্প, সদর উপজেলার চরকমলাপুর খেয়াঘাট হতে বিল মামুদপুর স্কুল সড়কে কুমার নদের উপর ৯৬ মিটার দীর্ঘ আরসিসি ব্রিজ নির্মাণ প্রকল্প, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২১ শয্যা হতে ৫০ শয্যায় মানোন্নয়ন শীর্ষক প্রকল্প, আঞ্চলিক নির্বাচন অফিস নির্মাণ প্রকল্প, বিএসটিআই ভবন নির্মাণ প্রকল্প, ভাঙ্গা থানা ভবন নির্মাণ প্রকল্প, মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নির্মাণ প্রকল্প, সদর উপজেলা হতে বাখুন্ডা জিসি হয়ে রসুলপুর ভায়া চরনিখুর্দি সড়ক বিসি দ্বারা উন্নয়ন প্রকল্প, ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিডাঙ্গি কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রকল্প এবং ৩৩/১১ কেভি হাড়োকান্দি বিদ্যুত উপকেন্দ্র প্রকল্প। ভিত্তিপ্রস্তর স্থাপন ॥ কুমার নদ পুনঃখনন প্রকল্প, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলফাডাঙ্গার নির্মাণ প্রকল্প, ফরিদপুর পলিশ সুপারের কার্যালয় নির্মাণ প্রকল্প, পুলিশ হাসপাতাল নির্মাণ প্রকল্প, পুলিশ আফিসার্স মেস নির্মাণ প্রকল্প, সালথা টেকনিক্যাল স্কুল ও কলেজের একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্প, চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ প্রকল্প, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের ছাত্রীনিবাস নির্মাণ প্রকল্প, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ প্রকল্প, ১৫০০ আসনবিশিষ্ট মাল্টিপারপাস হল নির্মাণ প্রকল্প, সালথা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ প্রকল্প এবং সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নির্মাণ প্রকল্প।
×