ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ উৎপাদন করছে ওয়ালটন

প্রকাশিত: ০৪:৩৭, ২৯ মার্চ ২০১৭

ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ উৎপাদন করছে ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে উন্নয়নমূলক কর্মকা-ের ফলে শিল্প-কারখানা বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা। বিদ্যুত উৎপাদন ও সরবরাহ বাড়লেও চাহিদায় এখনও ঘাটতি রয়ে গেছে। বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং খরচ সহনীয় রাখতে বিদ্যুত সাশ্রয়ী ইলেক্ট্রনিক্স পণ্য ব্যবহারের গুরুত্বও বেড়েছে অনেক। এসব দিক মাথায় রেখে ওয়ালটন ব্যাপক বিদ্যুত সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ উৎপাদন ও বাজারজাত করছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় ফ্রিজের কম্প্রেসারে ব্যবহার করছে আর ৬০০এ গ্যাস। ধারণা করা হচ্ছে, ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ ব্যবহার করলে বছরে গ্রাহকের সাশ্রয় হবে প্রায় ৩৬০ কোটি টাকা। সেই সঙ্গে বিদ্যুত উৎপাদন ও চাহিদার মধ্যে বিরাজমান ঘাটতিও কমে আসবে। ইনভার্টার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের লেটেস্ট প্রযুক্তি, যা ফ্রিজের কম্প্রেসারে ব্যবহৃত হয়। এতে মাদারবোর্ডের মাধ্যমে কম্প্রেসারের গতি নিয়ন্ত্রিত হয়। যখন প্রয়োজন পড়ে কেবল তখনই বিদ্যুত ব্যবহৃত হয় এবং প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুত সাশ্রয় করে। এছাড়াও সাধারণ ইন্ডাকশন প্রযুক্তির তুলনায় ইনভার্টার প্রযুক্তির কম্প্রেসার চালু হতে প্রায় ৮-১০ গুণ কম বিদ্যুত লাগে, চলে অতি লো-ভোল্টেজেও। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগী অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী বলেন, ইনভার্টার হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। যে কোন মটরেই ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করলে এর কার্যক্ষমতা বাড়ার পাশাপাশি এনার্জি সাশ্রয় হয়। তাই বর্তমানে বড় বড় শিল্প-কারখানার মেশিনারিজে ব্যবহার করা হচ্ছে ইনভার্টার মটর। এছাড়া ফ্রিজ ও এসির কম্প্রেসারে ব্যাপকভাবে ইনভার্টার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
×