ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমআই সিমেন্টের দর বৃদ্ধির কারণ নেই

প্রকাশিত: ০৪:৩৫, ২৯ মার্চ ২০১৭

 এমআই সিমেন্টের দর বৃদ্ধির কারণ নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমআই সিমেন্ট লিমিটেডের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই সোমবার নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১২ মার্চ থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৮৩ টাকা ৩ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১০১ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার ভ্রমণ খাতের শতভাগ কোম্পানির দরপতন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি শতভাগ শেয়ারদর হারিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই তথ্য অনুযায়ী, লেনদেন শেষে ভ্রমণ ও অবকাশ খাতে থাকা মোট ৪টি কোম্পানির মধ্যে লেনদেনে অংশ নেয়া ৩টি কোম্পানির দর কমেছে। অন্য কোম্পানিটি লেনদেনে অংশ নেয়নি। এর মধ্যে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের ৪০ পয়সা বা ১ দশমিক ২৫ শতাংশ, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টস লিমিটেডের ৩০ পয়সা বা দশমিক ৫৪ শতাংশ এবং ইউনাইটেড এয়ারওয়েস (বিডি) লিমিটেডের ১০ পয়সা বা ১ দশমিক ৩২ শতাংশ দর কমেছে। এছাড়া এ খাতে থাকা বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড আজ লেনদেনে অংশ নেয়নি। -অথনৈতিক রিপোর্টার
×