ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মূল মার্কেটে ফিরতে আলিফ ইন্ডাস্ট্রিজের আবেদন

প্রকাশিত: ০৪:৩৪, ২৯ মার্চ ২০১৭

মূল মার্কেটে ফিরতে আলিফ ইন্ডাস্ট্রিজের আবেদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে বেরিয়ে মূল মার্কেটে নিয়মিত লেনদেন করতে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর ওটিসির অন্যান্য কোম্পানির তুলনায় ভাল অবস্থানে তথা নিয়মিত উৎপাদন ও ডিভিডেন্ড প্রদান করায় কোম্পানিটিকে ঘিরে বিনিয়োগকারীদের আগ্রহ কম নয়। মঙ্গলবার ওটিসিতে এ কোম্পানির ৬০ শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া আজ ২৮ মার্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ১ লাখ শেয়ার প্রতিটি ১০০ টাকা দরে লেনদেন হয়েছে। প্রসঙ্গত, মূল মার্কেটে ফেরার আবেদনের পর থেকেই ১০ টাকা ফেসভ্যালুর এ কোম্পানির শেয়ারদর ১০০ টাকায় লেনদেন হচ্ছে। এ ব্যাপারে আলিফ ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব আব্দুল হাকিম জানান, গত মাসে (ফেব্রুয়ারি) আমরা মূল মার্কেটে ফেরার জন্য আবেদন করেছি। মূল মার্কেটের নিয়মিত লেনদেন করতে যেসব যোগ্যতার প্রয়োজন আলিফ ইন্ডাস্ট্রিজের সবই রয়েছে। আমরা নিয়মিত বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিচ্ছি। এছাড়া কোম্পানি প্রফিটে রয়েছে। বিএসইসির কর্পোরেট গবর্ন্যান্স গাইডলাইন (সিজিজি) নিয়মিত পরিপালন করছে আলিফ ইন্ডাস্ট্রিজ। উল্লেখ্য, কোম্পানির সর্বশেষ প্রকাশিত অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর ২০১৬) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৭২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৩ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা ও ১.৩৯ টাকা। এছাড়া ‘অক্টোবর-ডিসেম্বর ২০১৬’ এই তিন মাসে কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৯৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকা ও ০.৮৩ টাকা। আরএকে সিরামিকের এজিএম আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য সকাল ১০টায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। রেকর্ড ডেট ছিল ১৪ ফেব্রুয়ারি। ২০১৬ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে আরএকে সিরামিকসের পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৫ পয়সা।
×