ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইমাম বাটনকে কর ও জরিমানা পরিশোধের নির্দেশ

প্রকাশিত: ০৪:৩৪, ২৯ মার্চ ২০১৭

ইমাম বাটনকে কর ও জরিমানা পরিশোধের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুল্ক ফাঁকি দেয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটনকে জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে ফাঁকি দেয়া টাকা ও জরিমানার অর্থ আগামী ১৫ দিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে এনবিআর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই জানায়, গত ২১ মার্চ তারিখে এনবিআর এমন নির্দেশ দেয়। নির্দেশনায় বলা হয়েছে, শুল্ক বাবদ ইমাম বাটন ছল-চাতুরি করে ৪ লাখ ৪৩ হাজার ৮৩৪ টাকা ফাঁকি দিয়েছে। যা কাস্টম বন্ড কমিশনারেটের তদন্তে প্রমাণ হয়েছে। আর শুল্ক ফাঁকি দিয়ে কোম্পানিটি কাস্টম এ্যাক্ট, ১৯৬৯ লঙ্ঘন করেছে। এর জন্য কোম্পানিটিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাই কাস্টম এ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী কোম্পানিটিকে ফাঁকি দেয়া টাকা ও জরিমানার অর্থসহ মোট ১২ লাখ ৪৩ হাজার ৮৩৪ টাকা আগামী ১৫ কার্যদিবেসের মধ্যে জমা করার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ডিএসই সূত্রে জানা যায়, আজ কোম্পানিটির সমাপনি দর নির্ধারণ হয়েছে ১৪.৬০ টাকা। ৭ কোটি ৭০ লখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকে ৪২ লাখ টাকা লোকসান এবং শেয়ার প্রতি লোকসান ০.৫৫ টাকা। কোম্পানিটি গত দশক ধরে লোকসানে রয়েছে। তাই এ সময়ে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দিতে পারেনি কোম্পানিটি। উল্লেখ্য, কোম্পানিটির ৫৩.০৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে। আরএন স্পিনিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলসের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির এজিএম’র নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল। অনিবার্য কারণে এজিএম’র তারিখ পরিবর্তন করে হয়েছে বলে মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় এজিএম’র তারিখ ৩০ মার্চ নির্ধারণ করা হয়েছিল।
×