ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩০, ২৯ মার্চ ২০১৭

টুকরো খবর

দুই হাজার ইয়াবাসহ আটক ১ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শহরের আমতলায় দুই হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাত ১০টার দিকে ওই ইয়াবাগুলো জব্দ করা হয়। আটককৃত চোরাচালানির নাম নুর মোহাম্মদ। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের জিয়াদ আলি সরদারের ছেলে। পুলিশ জানান, চট্টগ্রাম থেকে একটি বাসে ইয়াবাসহ এক ব্যক্তি সাতক্ষীরা আসছেন এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের আমতলা মোড়ে অবস্থান নেয়। এ সময় ওই ব্যক্তি গাড়ি থেকে নামার পরই পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। তার কাছ থেকে জব্দ করা হয় দুই হাজার ইয়াবা। মুক্তিপণ দাবিতে সুন্দরবনে তিন ভাইকে অপহরণ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে জেলে পরিবারের সদস্য তিন ভাইকে অপহরণ করেছে বনদস্যুরা। তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে মঙ্গলবার ভোরে সাতক্ষীরা রেঞ্জের বৈকেরী খাল থেকে আপন তিন সহোদরকে অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেনÑ শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের আকবর গাইন। জানা যায়, কৈখালী বন অফিস থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের ভেতরে মাছ ধরতে যান ওই তিন সহোদর। মঙ্গলবার ভোর ৫টার দিকে তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে সুন্দবনের বৈকেরী খাল থেকে তাদের অপহরণ করে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা। ছয় কাউন্সিলর বরখাস্ত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নাশকতাসহ বিভিন্ন মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের ৭, ৯, ১৮, ২৪, ২৫ ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলরদের সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার মন্ত্রণালয়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান মঙ্গলবার দুপুরে এ চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত হওয়া কাউন্সিলররা হলেন, কাউনিয়া ব্রাঞ্চ এলাকার সৈয়দ আকবর হোসেন, কাঠপট্টি এলাকার হারুন-অর রশীদ, বটতলা এলাকার মীর একেএম জাহিদুল কবীর, রূপাতলী এলাকার মোঃ ফিরোজ আহমেদ, রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার জিয়াউদ্দিন সিকদার ও হরিণাফুলিয়া এলাকার ফরিদ উদ্দিন আহমেদ। যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ মার্চ ॥ মঙ্গলবার দুপুরে সাপাহার উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক নইমুদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি। সম্মেলন উদ্বোধন করেন, জেলা যুবলীগের আহ্বায়ক এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস। বেলকুচিতে প্রতিমা ভাংচুর সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৮ মার্চ ॥ সোমাবার গভীর রাতে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ক্ষিদ্র জোকনালা গ্রামের বারোয়ারী কালী মন্দির ও কালীপদ সরকারের পারিবারিক মন্দির ভাংচুর করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে কোন এক সময় দুর্বৃত্তরা বারোয়ারী কালী মন্দিরের তালা ভেঙ্গে কালীর মাথা ভেঙ্গে ফেলে। এছাড়া পাশের আরও একটি পারিবারিক মন্দিরের কালী ও সরস্বতী প্রতিমা ভাংচুর করেছে। সকালে স্থানীয়রা প্রতিমা মাথা ভাঙ্গা দেখে পুলিশকে খবর দেয়।
×