ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চাঁদা দাবিতে বাড়ি ভাংচুর ॥ নির্মাণ শ্রমিক নিখোঁজ

প্রকাশিত: ০৪:২৮, ২৯ মার্চ ২০১৭

চাঁদা দাবিতে বাড়ি ভাংচুর ॥ নির্মাণ শ্রমিক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ মার্চ ॥ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামের প্রবাসী রুমন মাতুব্বরের নির্মাণাধীন ভবন ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ভবনের নির্মাণ কাজে অংশ নেয়া এক শ্রমিককে তুলে নিয়ে গেছে বলে দাবি অপর শ্রমিকদের। সোমবার মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। ভবনের কর্মরত শ্রমিকরা জানান, সোমবার দিনভর ভবনের কাজ শেষে রাতে পাশের একটি টিনের ঘরে চার শ্রমিক ঘুমিয়ে ছিল। গভীর রাতে ৪০/৫০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিকদের জিম্মি করে ফেলে। পরে তারা নির্মাণাধীন ভবনের চারপাশের দেয়াল ভেঙ্গে ফেলে। অতপর হামলাকারীরা সুজন শেখ (২০) নামের এক শ্রমিককে ধরে নিয়ে যায়। এরপর থেকে ওই শ্রমিক নিখোঁজ রয়েছে। জানা গেছে, সোমবার রাতে রকমান শেখের পুত্র সাহাবুদ্দিন শেখ, শাহ্ আলী শেখ ও শাহজাহান শেখের নেতৃত্বে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সময় আরও দুটি টিনের ঘরও ভাংচুর করা হয়। তিনি আরও জানান, হামলাকারীরা একটি মোটরসাইকেল ও এক শ্রমিককে ধরে নিয়ে গেছে। ভাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় দুটি পক্ষের মধ্যে ওই জমি নিয়ে বিবাদ ছিল। শাহজাদপুরে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৮ মার্চ ॥ শাহজাদপুরে আগুনে পুড়ে গেছে দোতলা টিনের একটি ঘর। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের সাবেক এমপি মহবুব ইসলাম খোকা মিয়ার বাড়িতে লাগা এ আগুন প্রায় ২ ঘণ্টা ধরে জ্বলে। অবৈধ পথে আসছে ভারতীয় পণ্য স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল মঙ্গলবার ভোরে খুলনার খানজাহান আলী ব্রিজ (রূপসা সেতু) সংলগ্ন এলাকা হতে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ দামী বিদেশী শাড়ি, অবৈধ ওষুধ এবং অবৈধ কয়লা আটক করেছে। কোস্টগার্ড সূত্র জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ওই সকল মালামাল আনা হয়েছে।
×