ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত তিন

প্রকাশিত: ০৪:২৭, ২৯ মার্চ ২০১৭

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত তিন

জনকণ্ঠ ডেস্ক ॥ গাড়ি চাপায় রূপগঞ্জে নারী ব্যবসায়ী, শরীয়তপুরে ট্রাকচাপায় মুসল্লি ও ঝিনাইদহে বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাটা কোম্পানির গাড়ি চাপায় হামিদা বেগম (৪০) নামে এক নারী কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির চালক আলী আকবরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া কাপড়ের বাজারের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা। নিহত হামিদা বেগম কুমিল্লা জেলার দাউদপুর থানার হোসেন্দী এলাকার স্বপন মিয়ার স্ত্রী। আটক আলী আকবর যশোর জেলার সদর উপজেলার শাঁখারিগাতী এলাকার ইসমাইল হোসেনের ছেলে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার ভুলতা গাউছিয়া এলাকায় বৃহত্তর কাপড়ের বাজার। এ বাজারে পুরুষ কাপড় ব্যবসায়ী থেকে নারী কাপড় ব্যবসায়ী সবচেয়ে বেশি। দুপুরে কাপড় নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় যশোর থেকে আসা টাটা কোম্পানির একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই হামিদা বেগম নিহত হন। শরীয়তপুর ॥ শরীয়তপুর শহরের ঋষিপাড়ায় ট্রাকের চাপায় ফজলুল হক সরদার নামে এক মুসল্লি নিহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে চাল বোঝাই করে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়তপুর সদর রোডের পাশের একটি টাইলসের দোকানে ঢুকে পড়ে। এসময় রাস্তার পাশ দিয়ে নামাজ পড়তে যাওয়া মুসল্লি ফজলুল হক সরদার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। ট্রাকের ভিতর আটকা পড়ে চালক ও হেলপার। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে। ঝিনাইদহ ॥ বাস খাদে পড়ে আজাদ (৩০) নামে বাসের হেলপার নিহত ও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার লাউদিয়ায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি বাস লাউদিয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। সেসময় ওই বাসের হেলপার আজাদ বাস থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে আহত বাসযাত্রী ও বাসের হেলপারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক হেলপার আজাদকে মৃত বলে ঘোষণা করেন।
×