ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ

মাগুরায় ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত: ০৪:২৬, ২৯ মার্চ ২০১৭

মাগুরায় ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৮ মার্চ ॥ মঙ্গলবার দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার মামলায় ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মামলার প্রধান আসামি সেন সুমন, তৈয়বুর রহমান তোতা, আইনাল, ফরিদ ও সুমন কারিগরের পক্ষে তাদের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে অব্যাহতির আবেদন না মঞ্জুর করে। এর পর ১৭ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। চার্জভুক্ত আসামিরা হলেন সেন সুমন, আলী আকবর, মুজিবর, সুমন আলী, ফরিদুর রহমান ফরিদ, সাগর, বাপ্পি গাজী, ইলিয়াস, সোহেল, লিটন মল্লিাক, মিল্টন মল্লিক, নজরুল, সোবহান শেখ, সোলাইমান জেয়ারদার, তৈয়বুর রহমান তোতা, মুন্না ও আয়নাল শেখ। উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা পৌর এলাকার দোয়ারপাড়ে দু’গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একবৃদ্ধ নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন । প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৮ মার্চ ॥ নালিতাবাড়ীর এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মফিজ উদ্দিন (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শেরপুরের শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে ওই সাজার রায় ঘোষণা করেন। রায়ে একইসাথে আদালত ৫০ হাজার টাকা অর্থদ- ঘোষণা করে সেই টাকা আদায় করে ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মফিজ উদ্দিন নালিতাবাড়ী উপজেলার সিধুলি গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে। উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় ওই কিশোরীকে জোরপূর্বক ঘর থেকে তুলে নেয়। পরে বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করে। ভাস্কর্য গুঁড়িয়ে দিল ট্রাক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সিলেট থেকে কক্সবাজারে পাথর নিয়ে আসা বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে কলাতলী মোড়ের ‘য’ ভাস্কর্যটি। ট্রাকের ধাক্কায় একটি ডলফিন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। আরও দু’টি ডলফিন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকালে কলাতলী মোড়ে এ ঘটনা ঘটে। বিনামূল্যে সার-বীজ বিতরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের আউশ উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ, সার, সেচ, অর্থ ও সবজি ফসলের মাছি পোকা দমনের সেক্স ফেরোমন ফাঁদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান খান, ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার দাস, বিআরডিবি’র চেয়ারম্যান সরদার শুকুর আহম্মেদ প্রমুখ। বোরকার নিচে ফেনসিডিল স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছা উপজেলায় বোরকার নিচে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচার করার সময় পুলিশ ১০ বোতল ফেনসিডিলসহ ফাতেমা নামে এক নারীকে আটক করেছে। ফাতেমা যশোর সদর উপজেলার রেল রোড এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার জাতাব মুন্সি নামক স্থান থেকে পুলিশ ফাতেমাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফাতেমা বোরকার নিচে দড়ি দিয়ে শরীরে বেঁধে ফেনসিডিলগুলো যশোরে নিয়ে আসছিলেন।
×