ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগুনে হেয়ার কাটিং

প্রকাশিত: ০৪:২৪, ২৯ মার্চ ২০১৭

আগুনে হেয়ার কাটিং

আগুন দিয়ে চুল কাটা। অসম্ভবকে সম্ভব করেছেন রমদান আদওয়ান নামে ফিলিস্তিনী এক নাপিত। দক্ষিণ গাজার রাফায় তার সেলুনে চলে এই আগুন দিয়ে চুল কাটা। কাঁচি নয়, আগুন দিয়েই চুল কাটতে পারদর্শী রমদান। এর কারণও একটা আছে বটে। যুদ্ধ বিদ্ধস্ত গাজায় প্রায়ই লোডশেডিং চলত। দিনের প্রায় অর্ধেকের বেশি সময় বিদ্যুত থাকত না। খদ্দেররা এসে ফিরে যেতেন। -টাইমস অব ইসরাইল প্রতিবন্ধীদের সহায়তায় রোবট প্রতিবন্ধীদের চলার জন্য সহায়ক পরিধানযোগ্য রোবট বানিয়েছে চীনা প্রতিষ্ঠান ফুরিয়ার ইন্টেলিজেন্স। বর্তমান বাজারে এ ধরনের যে রোবটগুলো রয়েছে তার থেকে দামে সস্তা হবে ‘ফুরিয়ার এক্স১’ মডেলের রোবটটি। চলতি মাসের শুরুতে চীনের সাংহাইতে রোবটটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান প্রধান গু জি বলেন, রোবটটির ভর ২০ কেজি। এই রোবট পক্ষাঘাতগ্রস্থ বা স্পাইনাল কর্ডজনিত প্রতিবন্ধীদের পুনরায় হাঁটতে সহায়তা করবে বলে জানানো হয়। -এনডিটিভি
×