ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন নির্বাচনে রুশ ভূমিকা যুদ্ধ-তৎপরতার শামিল ॥ চেনি

প্রকাশিত: ০৪:২২, ২৯ মার্চ ২০১৭

মার্কিন নির্বাচনে রুশ ভূমিকা যুদ্ধ-তৎপরতার শামিল ॥ চেনি

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার ভূমিকা যুদ্ধ তৎপরতার শামিল। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তীতে যে সন্ত্রাসী হামলা চালানো হবে তা কেবল বিমান ও বক্সকাটার দিয়েই চালানো হবে না। ওই হামলা হবে আরও মারাত্মক। তিনি ওই হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের জন্য এক ভয়াবহ হুমকি বলে উল্লেখ করে বলেন, বিশ্বায়ন সত্যিকারভাবে এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। খবর টেলিগ্রাফ অব ইন্ডিয়া অনলাইনের। চেনি বলেন, বিশ্বের সামনে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামনে বড় ধরনের নিরাপত্তা হুমকি অপেক্ষা করছে। চেনি ছিলেন জর্জ ডব্লিউ বুশের ভাইস প্রেসিডেন্ট এবং সাম্প্রতিক ইতিহাসে এ পদে যুক্তিসঙ্গতভাবেই অত্যন্ত শক্তিশালী এক ব্যক্তি। তিনি ইটি গ্লোবাল বিজিনেস সামিটে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, বিশ্বায়নের প্রতি হুমকির বিষয়ে আমার যে উদ্বেগ রয়েছে তা হচ্ছে জাতীয় নিরাপত্তা সম্পৃক্ত। আমি উদ্বিগ্ন যে, আমরা এমন এক সময় অতিক্রম করছি যখন ওই প্রবণতা ও ঘটনাসমূহ অর্থাৎ বিশ্বায়ন ও বাণিজ্যের সম্প্রসারণ স্নায়ুযুদ্ধ ও যুক্তরাষ্ট্রের এক মেরু পরিস্থিতির অবসান হয়েছে। তিনি রাশিয়াকে এক উল্লেখযোগ্য হুমকি বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটাত বেশিদিন আগের ঘটনা নয় যখন (ভøাদিমির) পুতিন বাল্টিক অঞ্চলের বিষয়ে এক নতুন পরিকল্পনা এঁকেছেন, ইউক্রেন বিষয়ে উচ্চাকাক্সক্ষা চরিতার্থ করেছেন এবং ন্যাটো নস্যাতের জন্য সবকিছু করেছেন। তিনি সিরিয়া ও ইরানে এক তাৎপর্যপূর্ণ উপায়ে সহায়তা দিচ্ছেন। তিনি আরও বলেন যে, পুতিন সাইবার যুদ্ধে তার দক্ষতা কাজে লাগিয়েছেন এবং মার্কিন নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং এ সবকিছুই একটা যুদ্ধ তৎপরতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বিশ্বকে। ইসরাইলের সাবেক মোসাদ প্রধান মিইর দাগান ২০০৭ সালে কীভাবে তাকে সিরিয়ায় আল-কিবার পরমাণু স্থাপনার ছবি দেখিয়েছিলেন সে বিষয়ে তিনি বিস্তারিত বলেন। ছবিতে উত্তর কোরিয়া ও ইরানের (সিরিয়া ইরানের সহযোগী) সংঘাত ওঠে এসেছে। ইসরাইলিরা ওই পরমাণু চুল্লিতে বোমা বর্ষণ করছে এবং ধ্বংস করে দিয়েছে। এ স্থাপনাটির অবস্থান ছিল রাকার কাছে।
×