ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্যানারি মালিকদের জরিমানা

বকেয়া অর্থ কোষাগারে জমা দেয়ার নির্দেশনা স্থগিত আবেদনের শুনানি ৩০ মার্চ

প্রকাশিত: ০৮:৪৬, ২৮ মার্চ ২০১৭

বকেয়া অর্থ কোষাগারে জমা দেয়ার নির্দেশনা স্থগিত আবেদনের শুনানি ৩০ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগে অবস্থান করা ট্যানারি মালিকদের জরিমানার বকেয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশনা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন আপীল বিভাগ। মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলার প্রধান আসামি টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার জামিন প্রশ্নে হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। অন্যদিকে রাষ্ট্রপতি থাকাকালীন পাওয়া উপহার সামগ্রীর অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আপীলের আবেদন শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি। সোমবার আপীল বিভাগের ও হাইকোর্টের বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন।
×