ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লগার রাজীব হত্যা মামলায় আপীলের রায় ২ এপ্রিল

প্রকাশিত: ০৮:৩৩, ২৮ মার্চ ২০১৭

ব্লগার রাজীব হত্যা মামলায় আপীলের রায় ২ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আসামিদের আপীলের রায় ২ এপ্রিল। নিম্ন আদালতের দ-াদেশের বিরুদ্ধে আসামিদের আপীল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে ৯ জানুয়ারি এই বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ সোমবার এ আদেশ প্রদান করেছে। একই সঙ্গে দেয়া হবে বিচারিক আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া আসামিদের শাস্তি বৃদ্ধি চেয়ে ব্লগার রাজীবের বাবা ডাঃ নাজিম উদ্দিনের করা ক্রিমিনাল রিভিশন (শাস্তি পুনর্বিবেচনা) আবেদনেরও। ২০১৬ সালের ৭ নবেম্বর এই মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়। চলতি বছর ৯ জানুয়ারি ডেথ রেফারেন্স ও আপীল শুনানি শেষ হয়। সেদিনই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখে হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। আসামিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খান ও মোঃ আহসান উল্লাহ।
×