ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রাণভিক্ষা চাইল মুফতি হান্নানসহ তিন জঙ্গী

প্রকাশিত: ০৮:২৮, ২৮ মার্চ ২০১৭

প্রাণভিক্ষা চাইল মুফতি হান্নানসহ তিন জঙ্গী

স্টাফ রিপোর্টার,গাজীপুর ও সিলেট ॥ মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ আবেদন আদালতে খারিজ হওয়ার পর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী ফাঁসির দণ্ডপ্রাপ্ত হুজিপ্রধান মুফতি হান্নান, সহযোগী শরীফ শাহেদুল বিপুল ও সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী জঙ্গী দেলোয়ার হোসেন রিপন সোমবার রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে প্রাণভিক্ষা (মার্সি পিটিশন) চেয়েছে। কারা সূত্র জানায়, কাশিমপুর কারাগারের সুপার মিজানুর রহমান জানান, সাবেক ব্রিটিশ হাইকমিশনারকে হত্যাচেষ্টা মামলায় মৃতুদ-প্রাপ্ত মুফতি হান্নান সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে লিখিত আবেদন করেছে। মুফতি হান্নান পৌনে ছয়টার দিকে রাষ্ট্রপতি বরাবরে তার আবেদন কারাকর্তৃপক্ষের কাছে দাখিল করে। এর সোয়া এক ঘণ্টা পর সাতটার দিকে বিপুলও আবেদন দাখিল করে। একই মামলায় মৃত্যুদ-প্রাপ্ত অপর আসামি রিপন সিলেট কারাগারে। সেও প্রাণভিক্ষার আবেদন করেছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগির মিয়া জানান, তার আবেদন রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির সিদ্ধান্ত জানানোর পর দ- কার্যকর করা হবে। ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (রহ) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিন জন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ অর্ধশতাধিক আহত হন।
×