ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোঃ মাসুদ খান

জেএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিজ্ঞান

প্রকাশিত: ০৬:৩৭, ২৮ মার্চ ২০১৭

জেএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিজ্ঞান

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স (পূর্ব প্রকাশের পর) ১২১। মানুষ, কুনেব্যাঙ ও রুই মাছ কোন পর্বের উদাহরণ? -কর্ডাটা। ১২২। কর্ডাটা পর্বের কোন উপপর্বের প্রাণিদের প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র, পৃষ্ঠীয় ফাঁপা ও ¯œায়ুরজ্জু থাকে? -ইউরোকর্ডাটা। ১২৩। কর্ডাটা পর্বের কোন উপপর্বের প্রাণিদের সারাজীবনই নটোকর্ডের উপস্থিতি লক্ষ করা যায়? -সেফালোকর্ডাটা। ১২৪। শুধু লার্ভা দশায় লেজে নটোকর্ড থাকে কর্ডাটা পর্বের কোন উপপর্বের প্রাণিদের? -ইউরোকর্ডাটা। ১২৫। নটোকর্ড কী? -নটোকর্ড একটা নরম নমনীয়, দন্ডাকার দৃঢ় অখন্ডায়িত অঙ্গ। ১২৬। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণিদের মুখছিদ্র চোয়ালবিহীন ও চোষকযুক্ত? -সাইক্লোস্টোমাটা। ১২৭। কোন পর্বের প্রাণিদের পৃষ্ঠদেশে একক ও ফাঁপা ¯œায়ুরজ্জু থাকে? -কর্ডাটা। ১২৮। হাঙ্গর ও করাত মাছ কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির উদাহরণ? -কনড্রিকথিস। ১২৯। কোন পর্বের প্রাণিদের সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে? -কর্ডাটা। ১৩০। পেট্রোমাইজন কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির উদাহরণ? -সাইক্লোস্টোমাটা। ১৩১। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণিদের কানকো থাকে না? -কনড্রিকথিস। ১৩২। কোন পর্বের কোনো কোনো প্রজাতির প্রাণির সারাজীবন অথবা ভ্রƒণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর নটোকর্ড অবস্থান করে? -কর্ডাটা। ১৩৩। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণিদের মাথার দুই পাশে ৫ Ñ ৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে? -কনড্রিকথিস। ১৩৪। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণিদের দেহে আঁইশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত? -সাইক্লোস্টোমাটা। ১৩৪। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণিদের অধিকাংশই স্বাদু পানির মাছ? -অস্টিকথিস। ১৩৫। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণিদের দেহ লম্বাটে? -সাইক্লোস্টোমাটা। ১৩৬। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণিরা শীতল রক্তের প্রাণি? -উভচর। ১৩৭। ২ টি শীতল রক্তের প্রাণির নাম লিখ। সোনাব্যাঙ ও কুনেব্যাঙ। ১৩৮। কোন শ্রেণির সকল মেরুদন্ডী প্রাণি সমুদ্রে বাস করে? -কনড্রিকথিস। ১৩৯। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে? -অস্টিকথিস। ১৪০। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত? -কনড্রিকথিস। ১৪১। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির মাথার দুই পাশে ৫ Ñ ৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে? -কনড্রিকথিস। ১৪২। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির দেহত্বক আঁইশবিহীন? -উভচর। ১৪৩। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির কঙ্কাল তরুণাস্থিময়? -কনড্রিকথিস। ১৪৪। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির দেহ সাইকোয়েড ও টিনয়েড উভয় ধরনের আঁইশ দ্বারা আবৃত? -অস্টিকথিস। ১৪৫। উভচর শ্রেণির ২ টি উদাহরণ দাও। -সোনাব্যাঙ ও কুনেব্যাঙ। ১৪৬। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে? -অস্টিকথিস। ১৪৭। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণি পানিতে ডিম পাড়ে? উভচর। ১৪৮। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়? -অস্টিকথিস। ১৪৯। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণি বুকে ভর করে চলে? -সরীসৃপ। ১৫০। ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত Ñ কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির বৈশিষ্ট্য? -উভচর। ১৫১। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায় কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির? -উভচর। ১৫২। মেরুদন্ডী প্রাণির মধ্যে যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে এবং পরিণত বয়সে ডাঙ্গায় বাস করে তাদেরকে কী বলে? -উভচর। ১৫৩। কোন ধরনের মেরুদন্ডী প্রাণির চারপায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল আছে? -সরীসৃপ। ১৫৪। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণিরা উষ্ণ রক্তের? পক্ষীকুল ও স্তন্যপায়ী। ১৫৫। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণি মাছের মতো ফুলকার সাহায্যে শ্বানকার্য চালায়? -উভচর। ১৫৬। কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত? -সরীসৃপ। ১৫৭। কাক, দোয়েল ও হাঁস কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির উদাহরণ? -পক্ষীকুল। ১৫৮। পাখির দেহ কীসে আবৃত? -পালকে। ১৫৯। পক্ষীকুল শ্রেণির প্রাণিরা সহজে উড়তে পারে কেন? -ফুসফুসের সাথে বায়ুথলি থাকায়।
×