ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরটিভির ‘আঁধার কাটুক হাজার আলোয়’

প্রকাশিত: ০৬:৩৬, ২৮ মার্চ ২০১৭

আরটিভির ‘আঁধার কাটুক হাজার আলোয়’

সংস্কৃতি ডেস্ক ॥ ‘আঁধার কাটুক হাজার আলোয়’ স্লোগানে ২৫ মার্চে রাত বারোটা এক মিনিটে গণহত্যা দিবসে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রদীপ প্রজ্ব¡লন করে আরটিভি পরিবার। সন্ধ্যা ৭-৪০ মিনিটে দেশীয় সঙ্গীতের দলীয় পরিবেশনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর দলীয় নৃত্য ও গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে গান করেন ফেরদৌস আরা, শফি ম-ল, অনিমা রায়, মৌটুসী পার্থ, দিঠি আনোয়ার, সম্রাট, বিজন মিস্ত্রী, আনুশা প্রমুখ। দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাটি মিলনমেলায় পরিণত হয়। শিবলী জিয়ার প্রযোজনায় পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন মাহিদুল ইসলাম ও শাকিলা মতিন মৃদুলা।
×