ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস পালিত

প্রকাশিত: ০৬:৩৬, ২৮ মার্চ ২০১৭

পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস পালিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে ভূমিজসহ জেলার সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোভা যাত্রা শেষে শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে পঞ্চগড়ে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। পরে অভিনয় প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতা এবং নাটক লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা এবং নাট্যসম্মাননা প্রদান অনুষ্ঠান। জেলার পালাটিয়া শিল্পী পুহাতু বর্মণকে নাট্য সম্মাননা দেন উপস্থিত অতিথিরা। সন্ধায় জেলার চারটি নাট্যদলের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় পথনাট্য উৎসব। নাট্য উৎসবে এস এম সোলায়মান রচিত এবং আবু বকর ছিদ্দিক নির্দেশিত ‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল’, ময়দান দিঘী নাট্যগোষ্ঠি পুস্প সরকারের রচনা এবং সোহাগ সরকারের নির্দেশনায় ‘ডিজিটাল বিয়ে’, জেলা নাট্য সমিতি শুভংকর চক্রবর্তী রচিত এবং প্রহ্লাদ চন্দ্র বর্মণ নির্দেশিত ‘মড়া’, এবং আয়োজক নাট্যদল ভূমিজ পরিবেশন করে মাহফুজা আফজাল মিনির রচনা এবং সরকার হায়দারের নির্দেশনায় নাটক ‘বীর মাতা’।
×