ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৈশাখে সামিনা চৌধুরীর ‘আজ বৃষ্টি নামুক’

প্রকাশিত: ০৬:৩৫, ২৮ মার্চ ২০১৭

বৈশাখে সামিনা চৌধুরীর ‘আজ বৃষ্টি নামুক’

স্টাফ রিপোর্টার ॥ সামিনা চৌধুরী। দেশের নন্দিত কণ্ঠশিল্পী। তার গাওয়া ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘হৃদয়ের কথা’সহ গান শ্রোতাদের কাছে অনেক জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে গান গাওয়ার পাশাপাশি নানা রকম সঙ্গীত প্রতিভা অন্বেষণের আয়োজনে সামিনা চৌধুরীকে দেখা যায় বিচারকের দায়িত্ব পালন করতে। বাংলা নববর্ষ উপলক্ষে এবার নতুন চমক নিয়ে আসতে যাচ্ছেন এই মধুকণ্ঠি গায়িকা। কণ্ঠে তুলে নিয়েছেন বৃষ্টির গান। লিমন আহমেদ রচিত ‘আজ বৃষ্টি নামুক’ শিরোনামের গানটির সুর করেছেন রাজন সাহা, সঙ্গীত পরিচালনা করেছেন মীর মাসুম। গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, জাতিগতভাবেই বরষা, বৃষ্টি, কদম ফুল- এসব বিষয়ের প্রতি আমাদের অন্যরকম একটা ভাললাগা আছে। সেই ভাবনা থেকেই বৃষ্টি মাখা রোমান্টিক এই গানে কণ্ঠ দিয়েছি। গানের কথাও বেশ চমৎকার। এর সুরটাও হয়েছে শ্রুতিমধুর। তাছাড়া একজন শিল্পীর কণ্ঠে বৈচিত্র্যতা চায় শ্রোতা বা ভক্তরা। আমার এই গানটি শুনে সবার সেই প্রত্যাশা মিটবে। আশা করি আসছে বরষায় ‘আজ বৃষ্টি নামুক’ সবার প্রিয় গান হবে। গানের রচয়িতা লিমন আহমেদ বলেন, রাজন সাহার সঙ্গে এর আগেও একটি বৃষ্টির গান করেছিলাম। এবারে সামিনা চৌধুরীর মতো নন্দিত গায়িকাকে নিয়ে আয়োজন। তার নামের প্রতি সম্মান রেখেই ভাল কিছু করার চেষ্টা ছিল। আশা করছি গানটি সবার মনে দোলা দেবে। ‘আজ বৃষ্টি নামুক’ গান নিয়ে রাজন সাহা বলেন, যারা আমাকে চেনেন ও আমার গান শোনেন তারা এটা খুব ভাল করেই জানেন বৃষ্টির গানের প্রতি আমার ভিষণ দুর্বলতা। প্রিয়শিল্পী সামিনা চৌধুরীকে নিয়ে গানটি করলাম। এর কথা মন ছুঁয়ে যাওয়ার মতো। শ্রোতাদের ভাললাগে এমন করেই সুর ও সঙ্গীতায়োজন করেছি। ‘আজ বৃষ্টি নামুক’ গানটি আসছে পহেলা বৈশাখ উপলক্ষে অডিও এবং ভিডিও আকারে প্রকাশ হবে। এর ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে সামিনা চৌধুরী ও সময়ের জনপ্রিয় দুজন তরুণ অভিনয়শিল্পীকে।
×