ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘চ্যানেল ২৬’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৬:৩৫, ২৮ মার্চ ২০১৭

‘চ্যানেল ২৬’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ ‘তারুণ্যের ডিজিটাল বাংলাদেশ’ সেøাগানে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালী সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে গত বছর যাত্রা শুরু করে ‘চ্যানেল ২৬’। চ্যানেলটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ বছর ২৬ মার্চ রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেলের উর্ধতন কর্মকর্তা ও সংস্কৃতি অঙ্গনের মানুষরা। চ্যানেলটির ভাইস চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, টেলিভিশন আজ আমাদের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ব্যস্ত এই নাগরিক জীবনে টেলিভিশনের সামনে বসে বিশ্বের সংবাদ তথ্য ও বিনোদন উপভোগ করার মতো সময় সব সময় হয়ে ওঠে না। ব্যস্ততার ফাঁকে এগুলো জানতে হলে আমাদের অন্য কোন মাধ্যমের সহায়তা নেয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ ক্ষেত্রে স্মার্ট মোবাইল ফোন থাকলেই বিশ্বের যে কোন খবর মুহূর্তের মধ্যেই চোখের সামনে ভেসে ওঠে। আর এই প্রযুক্তিকে সঙ্গে রেখে ‘চ্যানেল ২৬’ সব সময় ২৪ ঘণ্টা দর্শকদের সঙ্গে থাকতে চায়। চ্যানেলের এমডি মুমতাহিন জিয়ন বলেন, চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের হাতের মুঠোয় বাংলাদেশকে এনে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করবে ‘চ্যানেল ২৬’। খুব শীঘ্রই প্রযুক্তিনির্ভর এ চ্যানেলটি স্যাটেলাইটের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলার সংস্কৃতিকে তুলে ধরবে। অনুষ্ঠানের এক পর্যায়ে ২৬ মিডিয়া গ্রুপের আর একটি প্রতিষ্ঠান জাতীয় দৈনিক ‘বার্তা প্রতিদিনের’ মোড়ক উন্মোচন করেন ‘চ্যানেল ২৬’ এর পরিচালক এসএম মামুন উর রশিদ এবং মোঃ জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সেবিকা রানী, ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক রুদ্র রাসেল। শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সায়মন সাদিক, মডেল ও অভিনেত্রী লারা লোটাস, চিত্রনায়িকা অধরা খান, চিত্রপরিচালক শাহীন সুমন, মীরাক্কেল তারকা শাওন মজুমদার, অভিনেতা সনি রহমান প্রমুখ।
×