ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম টি২০তে ৬ উইকেটে হার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের

অভিষেকেই পাকিস্তানকে জেতালেন শাদাব

প্রকাশিত: ০৬:৩২, ২৮ মার্চ ২০১৭

অভিষেকেই পাকিস্তানকে জেতালেন শাদাব

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ক্রিকেটে প্রতিভার অভাব কোনকালেই হয়নি। আরও একবার সেটি দেখল বিশ্ব ক্রীড়াঙ্গন। টি২০ অভিষেকে বাজিমাত করলেন ১৮ বছর বয়সী শাদাব খান। তরুণ লেগস্পিনারের ঘূর্ণিজাদুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটের বড় জয় পেল পাকিস্তান। চার ম্যাচের টি২০তে ১-০তে এগিয়ে গেল সরফরাজ আহমেদের দল। বার্বাডোজে টসে হেরে ব্যাটিং পাওয়া ক্যারিবীয়দের ইনিংস ৮ উইকেটে ১১১ রানে থেমে যায়। জবাবে ১৭ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৭ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে অভিষেকেই ‘ম্যান অব দ্য ম্যাচের’ পুরস্কার বগলদাবা করেন শাদাব। পোর্ট অব স্পেনে দ্বিতীয় টি২০ বৃহস্পতিবার। সোহেল তানভির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিমের মতো তারকাদের নিয়ে গড়া বোলিং লাইনে পঞ্চম বোলার হিসেবে বল হাতে পান শাদাব। দ্বিতীয় ডেলিভারিতেই চ্যাডউইক ওয়ালটনকে (১৮) এলবিডব্লিউর করেন। এক বলের ব্যবধানে আরেক উইকেট। তিন বল পর আরও একটি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৮ বলে ৩ উইকেট। কিছুদিন আগে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) দুরন্ত লেগস্পিনের পাশাপাশি টেল-এন্ডে কার্যকর ব্যাটিংয়ে নজর কাড়েন। উনিশের আগেই জাতীয় দলে ডাক পেয়ে সেটির পুরস্কার পেয়েছেন, আর প্রতিদানটা দিয়েছেন ম্যাচসেরা হয়ে। ৪-০-৭-৩; ব্যাকওয়ার্ড পয়েন্টে কামরান আকমল কাইরন পোলার্ডের সহজ ক্যাচটি মিস না করলে শাদাবের বোলিং ফিগারটা আরও ভাল হতে পারত। তাতে অবশ্য বিশ্বরেকর্ড গড়া আটকে থাকেনি। টি২০তে অভিষেকে সবচেয়ে কিপ্টে বোলিংয়ের রেকর্ড ঠিকই নিজের করে নিয়েছেন। রহস্য জানাতে গিয়ে শাদাব বলেন, ‘পিএসএলে ভাল খেলেই আত্মবিশ্বাস অর্জন করেছি।’ দুর্দান্ত এই শুরুটা ধরে রাখতে চান প্রতিভাবান লেগস্পিনার। শাদাব বল হাতে নেয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজ হারায় ২ উইকেট। শাদাব আক্রমণে আসার পর চোখের পলকে সেটি হয়ে যায় ৪৯/৬। ঘোর বিপদে দলে ফেরা কাইরন পোলার্ড টিকে ছিলেন। কিন্তু প্রয়োজনীয় ঝড় তুলতে পারেননি। ফিরেছেন ২৭ বলে ১৪ রান করে। দুটি করে চার ছক্কায় অধিনায়ক কার্লোস ব্রেথওয়েটের ২৭ বলে অপরাজিত ৩৪ শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের ১১১ রানের সাদামাটা সংগ্রহ এনে দেয়। ছোট রান তাড়ায় দাপট দেখাতে পারেনি পাকিস্তানও। তিন বছর পর ফিরে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলা কামরান আকমল করেন ১৭ বলে ২২। আজম ৩০ বলে ২৯। ২৯ বলে অপরাজিত ৩৮ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ শোয়েব মালিক। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ ১১১/৮ (২০ ওভার; লুইস ১০, ওয়ালটন ১৮, সামুয়েলস ৭, সিমন্স ১, পোলার্ড ১৪, নারাইন ১, পাওয়েল ৫, ব্রোথওয়েট ৩৪*, হোল্ডার ১৪; ইমাদ ১/১২, হাফিজ ০/৮, তানভির ১/২১, হাসান ১/২৫, শাদাব ৩/৭)। পাকিস্তান ১১৫/৪ (১৭.১ ওভার; কামরান ২২, শেহজাদ ১৩, বাবর ২৯, হাফিজ ৫, মালিক ৩৮*, সরফরাজ ৪*; বদ্রি ১/২৪, হোল্ডার ২/২৭, নারাইন ০/২২, ব্রেথওয়েট ১/১৮)। ম্যাচসেরা ॥ শাদাব খান (পাকিস্তান)। সিরিজ ॥ চার ম্যাচ টি২০ পাকিস্তান ১-০তে এগিয়ে। বরখাস্ত ডাচ্ কোচ ব্লিন্ড স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়ার কাছে ২-০ গোলে হারায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে হল্যান্ডের। তার মাশুল দিতে হলো ড্যানি ব্লিন্ডকে। বাজে পারফর্মেন্সের কারণে রবিবারই ড্যানি ব্লিন্ডকে বরখাস্ত করেছে হল্যান্ড ফুটবল ফেডারেশন। ২০১৫ সালে জুলাইয়ে গাস হিডিঙ্কের স্থলাভিষিক্ত হয়েছিলেন ব্লিন্ড। কিন্তু দুর্ভাগ্য তার। দুই বছর পূর্ণ হওয়ার আগেই বরখাস্তের শিকার হলেন ড্যানি ব্লিন্ড।
×