ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্মশালা টেস্টে জয়ের অপেক্ষায় ভারত

প্রকাশিত: ০৬:৩১, ২৮ মার্চ ২০১৭

ধর্মশালা টেস্টে জয়ের অপেক্ষায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ দুইদিন সমান তালে লড়াই হলেও তৃতীয়দিনে ঘুরে গেছে ধর্মশালা টেস্টের মোড়। বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে আজ চতুর্থদিনেই ম্যাচ-সিরিজ দুটোই জিতে নেয়ার অপেক্ষায় ভারত। দুরন্ত অলরাউন্ড পৈনুণ্যে স্বাগতিকদের ড্রাইভিং সিটে বসিয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট অস্ট্রেলিয়া সোমবার দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায়। ১০৬ রানের জয়ের লক্ষ্যে কোন উইকেট না হারিয়ে ১৯ রান তুলে নিয়েছে ভারত। লোকেশ রাহুল ১৮ বলে ১৩ ও মুরলি বিজয় ৬ রান নিয়ে ব্যাট করছেন। উৎসবে মেতে ওঠতে অজিঙ্কা রাহানেদের চাই আর ৮৭ রান। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৩৩২/১০। ১-১ অবস্থায় বহুল আলোচিত সিরিজে চতুর্থ ও শেষ টেস্টটা হয়ে ওঠে ‘অঘোষিত’ ফাইনাল। ২০০৪ সালের পর ভারতের মাটিতে সিরিজ জিততে আত্মবিশ্বাসী অধিনায়ক স্টিভেন স্মিথ প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরিও (১১১) তুলে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় বদলে গেছে দৃশ্যপট। দ্বিতীয়দিন বিকেলে জাদেজা ও ঋদ্ধিমান সাহা যখন জুটি বাঁধেন, আড়াই শ’র মধ্যে ৬ উইকেট হারানো ভারতের সামনে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাওয়া তখন মনে হচ্ছিল বহু দূরের পথ। কিন্তু এই দু’জনের জুটিতেই লিড পেয়ে যায় স্বাগতিকরা। সপ্তম উইকেটে মহামূল্যবান ৯৬ রানের জুটি গড়েন জাদেজা ও সাহা। শেষ পর্যন্ত এই প্রতিরোধ ভাঙ্গেন কামিন্স। ভারতের ইনিংসের সর্বোচ্চ রানের জুটিটি থামে জাদেজার ফেরায়। ৯৫ বলে চারটি করে চার ও ছয়ে ৬৩ রান করেন ভারতের এই অলরাউন্ডার। এক মৌসুমে পাঁচ শ’ বা তারবেশি রান আর ৫০ বা তারবেশি উইকেট পাওয়া তৃতীয় ক্রিকেটারও এখন জাদেজা। ১৯৭৯-৮০ মৌসুমে এই কীর্তি প্রথম গড়েছিলেন কপিল দেব। ২০০৮-০৯ মৌসুমে তার পাশে নাম লিখিয়েছিলেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন। জাদেজার পর ঋদ্ধিমানকেও (৩১) ফেরান কামিন্স। এর মাঝে অবশ্য ভুবনেশ্বর কুমারকে (০) তুলে নেন স্টিভ ও’কেফে। কুলদীপ যাদবকে (৭) আউট করে নিজের পঞ্চম উইকেটটি পান স্পিনার নাথান লেয়ন। টেস্টে লেয়নের এটি ইনিংসে নবমবারের মতো ৫ উইকেট শিকার। এর মধ্যে পাঁচটিই ভারতের বিপক্ষে। ল্যান্স গিবসকে (৬৩ উইকেট) ছাড়িয়ে ভরতের বিপক্ষে দ্বিতীয় সফলতম স্পিনার এখন লেয়নই (৬৪), সামনে কেবল মুত্তিয়া মুরালিধরন (১০৫)। দ্বিতীয় ইনিংসে জাদেজা (৩/১৪)-অশ্বিনের (৩/২৯) সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৪৫ রান গ্লেন ম্যাক্সওয়েলের। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৩০০/১০ (৮৮.৩ ওভার; রেনশ ১, স্মিথ ১১১, শন মার্শ ৪, হ্যান্ডসকম্ব ৮, ম্যাক্সওয়েল ৮, ওয়েড ৫৭, কামিন্স ২১, ও’কেফে ৮, লেয়ন ১৩, হ্যাজলউড ২*; ভুবনেশ্বর ১/৪১, উমেশ যাদব ২/৬৯, অশ্বিন ১/৫৪, জাদেজা ১/৫৭, কুলদীপ যাদব ৪/৬৮) ও দ্বিতীয় ইনিংস ১৩৭/১০ (৫৩.৫ ওভারে রেনশ ৮, ওয়ার্নার ৬, স্মিথ ১৭, হ্যান্ডসকম্ব ১৮, ম্যাক্সওয়েল ৪৫, মার্শ ১, ওয়েড ২৫*, কামিন্স ১২, ও’কেফে ০, হ্যাজলউড ০; ভুবনেশ্বর ১/২৭, উমেশ ৩/২৯, কুলদীপ ০/২৩, জাদেজা ৩/২৪, অশ্বিন ৩/২৯)। ভারত প্রথম ইনিংস ৩৩২/১০ (১১৮.১ ওভার; রাহুল ৬০, বিজয় ১১, পুজারা ৫৭, রাহানে ৪৬, নায়ার ৫, অশ্বিন ৩০, সাহা ৩১ , জাদেজা ৬৩; লেয়ন ৫/৯২, হ্যাজলউড ১/৫১, কামিন্স ৩/৯৪) ও দ্বিতীয় ইনিংস ১৯/০ (৬ ওভার; রাহুল ১৩*, বিজয় ৬*)। ** তৃতীয়দিন শেষে ওয়ালটন শরীর গঠন শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ সেলিম আল-মাহমুদ স্মরণে শুরু হয়েছে ‘সেলিম আল-মাহমুদ ওয়ালটন বিএবিবিএফ মিস্টার ঢাকা ও মাস্টার ঢাকা উন্মুক্ত শরীর গঠন প্রতিযোগিতা।’ যদিও রবিবার প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বডিবিল্ডারদের ওজন গ্রহণ ও প্রিজাজিংয়ের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার প্রতিযোগিতার মূলপর্বের উদ্বোধন হয়। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ও বিশেষ অতিথি ওয়ালটন কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×