ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ামিতে নাদাল-নিশিকোরির জয়

প্রকাশিত: ০৬:৩১, ২৮ মার্চ ২০১৭

মিয়ামিতে নাদাল-নিশিকোরির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ মিয়ামি ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন রাফায়েল নাদাল, কেই নিশিকোরি এবং ফ্যাবিও ফোগনিনির মতো তারকারা। তবে ক্যারিয়ারের ১০০০তম এটিপি ম্যাচে স্প্যানিশ টেনিস তারকার জয়টা কিন্তু খুব সহজে আসেনি। কেননা জার্মানির ফিলিপ কোলস্ক্রেইবারের কাছে যে এদিন প্রথম সেটেই হেরে বসেন তিনি। তাও আবার ৬-০ ব্যবধানে। তবে পরের দুই সেটেই ঘুরে দাঁড়ান নাদাল। ৬-২ এবং ৬-৩ ব্যবধানে পরের দুই সেট জিতে চতুর্থ পর্বের টিকেটও নিশ্চিত করেন তিনি। ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করেছেন রাফায়েল নাদাল। এ বিষয়ে তিনি বলেন, ‘সবদিক থেকেই সে দারুণ খেলছিল। বিশেষ করে প্রথম সেটটা। তবে প্রথম সেটে কঠিন পরিস্থিতির পরও নিজের নিয়ন্ত্রণ ধরে রেখেছি আমি। দ্বিতীয় সেটের প্রথম কিছু গেমে ভালভাবেই প্রতিরোধ গড়ে তুলি। তারপর তো দুর্দান্ত খেলেছি। আমি মনে করি, দ্বিতীয় এবং তৃতীয় সেটে অসাধারণ খেলেই ম্যাচ জিতে নেই। তবে মাঝে মাঝে টেনিস কোর্টে এ রকমটা হয়। সর্বোপরি দ্বিতীয় এবং তৃতীয় সেটে আমার সার্ভ খুবই ভাল হয়েছে। যে কারণেই ম্যাচটা জিততে পেরেছি।’ সুদীর্ঘ ক্যারিয়ারে ১৪টি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন নাদাল। কিন্তু গত কয়েক মৌসুম ধরেই নিষ্প্রভ এই স্প্যানিয়ার্ড। তবে চলতি বছরের শুরুতেই দারুণভাবে কোর্টে ফিরেন তিনি। জায়গা করে নেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। কিন্তু দুর্ভাগ্য তার, শিরোপা জয়ের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের কাছে হেরে যান নাদাল। তবে মিয়ামি ওপেনে জয়ের লক্ষ্য নিয়েই মিশন শুরু করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা।’ এদিকে দিনের অন্য ম্যাচে জাপানের কেই নিশিকোরি কঠিন লড়াই করে ৭-৬ (৭/২), ৬-৭ (৫/৭) এবং ৬-১ সেটে পরাজিত করেন নাদালেরই স্বদেশী ফার্নান্দো ভার্দাস্কোকে।
×