ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানা পাঁচ জয় বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির

প্রকাশিত: ০৬:৩০, ২৮ মার্চ ২০১৭

টানা পাঁচ জয় বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত আছে। বিশ্বকাপ বাছাইপর্বে উড়ছে ইউরোপের পাওয়ার হাউসরা। রবিবার রাতে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ‘সি’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে জোয়াকিম লোর শিষ্যরা। এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক আজারবাইজানকে ৪-১ গোলে হারিয়েছে অতিথি জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন আন্দ্রে শুরলে। একটি করে গোল করেন টমাস মুলার ও মারিও গোমেজ। এই গ্রুপের আরেক ম্যাচে সান ম্যারিনোর জালে গোলোৎসব করেছে চেক প্রজাতন্ত্র। ম্যারিনোকে তাদেরই মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে চেকরা। আরেক ম্যাচে নরওয়েকে ২-০ গোলে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ড। ‘সি’ গ্রুপে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে নর্দান আয়ারল্যান্ড। ৮ পয়েন্ট নিয়ে চেকদের অবস্থান তিনে। ‘এফ’ গ্রুপে ইংল্যান্ডও দারুণ ছন্দে এগিয়ে চলেছে। নিজেদের পঞ্চম ম্যাচে ইংলিশরা ২-০ গোলে হারিয়েছে লিথুনিয়াকে। চার বছর পর ফিরেই গোল করেছেন জার্মেইন ডিফো। অপর গোলটি জিমি ভার্ডির। ১৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। ‘ই’ গ্রুপে মন্টেনিগ্রোকে ২-১ গোলে হারিয়েছে পোল্যান্ড। পোলিশদের হয়ে গোল করেন তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কি ও পিজেসেক। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপে অন্যদের ধরাছোঁয়ার বাইরে লেভার দল। বিশ্বকাপে খেলার স্বপ্নও তাই উজ্জ্বল পোলিশদের। বাছাইপর্বে আগের চার ম্যাচে ১৬ গোল করা জার্মানি পরশু রাতে আরও চার গোল দিয়েছে আজারবাইজানের জালে। অবশ্য বাছাইপর্বের ম্যাচে এই প্রথম গোল হজম করেছে জার্মানি। আগের চার ম্যাচে দুটিতে জয় পাওয়া আজারবাইজান মুলার-ওজিলদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, এটা অনুমিত ছিল। দেখার বিষয় ছিল কত গোলে জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা। শুরু থেকেই ফেবারিটের মতো খেলতে থাকে জার্মানি। ১৯ মিনিটে জার্মানির হয়ে প্রথম গোল করেন শুরলে। জোনাস হেক্টরের পাসে আজারবাইজানের জাল কাঁপান তিনি। তবে ৩১ মিনিটে সবাইকে অবাক করে দিয়ে গোল করে আজারবাইজান। গোল করেন নাজারোভ। এবাবের বাছাইপর্বে একটিও গোল না হজম করা জার্মানির জন্য এটি নতুন অভিজ্ঞতাই বটে। পাঁচ মিনিটে মুলারের গোলে আবারও লিড পায় জার্মানি। এর খানিক বাদে গোমেজের গোলে ব্যবধানটা ৩-১ হয়ে যায়। খেলার ৮১ মিনিটে হেক্টরের পাসে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন শুরলে। এর ফলে ৪-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে জোয়াকিম লো’র শিষ্যরা। বিশ্বকাপ বাছাইপর্বটা দারুণ কাটছে ইংল্যান্ডেরও। অধিনায়ক ওয়েন রুনিবিহীন ইংল্যান্ডকে টানছেন জিমি ভার্ডি, জার্মেইন ডিফোরা। কোন ম্যাচেই রুনির অভাব বোধ হতে দেননি তারা। বাছাইপর্বের ম্যাচে এখন পর্যন্ত অসাধারণ খেলছেন রহিম স্টার্লিং, ডেলে আলিরা। লিথুনিয়াকে সহজেই হারিয়ে আরেকবার সে প্রমাণ রেখেছে গ্যারেথ সাউথগেটের দল। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ খেলতে থাকে ইংলিশরা। প্রথম ২০ মিনিট লিথুনিয়াকে কোনরকমের সুযোগ দেয়নি ইংল্যান্ডের রক্ষণভাগ। এ সুযোগে লিথুনিয়ার ওপর চাপ বাড়াতে থাকেন ভার্ডিরা। ফলটা পেয়ে যায় খুব তাড়াতাড়ি। ২২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন জার্মেইন ডিফো। রহিম স্টার্লিংয়ের পাসে একেবারে ফাঁকায় বল পেয়ে জালে জড়িয়ে দেন এই তারকা মিডফিল্ডার। বিরতির পর ব্যবধানটা দ্বিগুণ করেন লিচেস্টার সিটি তারকা জেমস ভার্ডি। ৬৬ মিনিটে এ্যাডাম লালানার পাসে বল পেয়ে লিথুনিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন ভার্ডি। ম্যাচে কমপক্ষে আরও চারটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে সেখান থেকে গোল করতে পারেননি ভার্ডি-স্টার্লিংরা। এর ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই ম্যাচে চার বছর পর ইংল্যান্ডের জার্সি গায়ে ফেরেন ডিফো। ফিরেই গোল করে প্রত্যাবর্তনটা স্মরণীয় করেছেন তিনি। অথচ তাকে দলে নেয়ায় অনেকেই ভ্রƒ কুঁচকে ছিলেন। কেউ কেউ বিরক্তও হয়েছিলেন কোচ গ্যারেথ সাউথগেটের ওপর। সেই জবাবটা মাঠেই দিয়েছেন ডিফো। ইংল্যান্ডের হয়ে ডিফো সর্বশেষ খেলেছিলেন এই ওয়েম্বলিতেই ২০১৩ সালের নবেম্বরে চিলির বিরুদ্ধে। প্রায় চার বছর পর ফিরলেন দলে। সান্ডারল্যান্ডের এই স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে গোল পেলেন চার বছর চারদিন পর। ম্যাচ শেষে তাই কোচ সাউথগেট বেশি আপ্লুত ছিলেন ডিফোকে নিয়েই। তিনি বলেন, ডিফো গোল পেয়েছে বলে আমি আনন্দিত। সে প্রমাণ করেছে নিজেকে।
×