ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ রাতে লাপাজে বলিভিয়া পরীক্ষায় আর্জেন্টিনা, মেসি-রোনাল্ডোর চেয়েও সেরা নেইমার!

বিশ্বকাপের মূলপর্বের হাতছানি ব্রাজিলের

প্রকাশিত: ০৬:৩০, ২৮ মার্চ ২০১৭

বিশ্বকাপের মূলপর্বের হাতছানি ব্রাজিলের

জাহিদুল আলম জয় ॥ শতবর্ষী কোপা আমেরিকা ফুটবলে গ্রুপ পর্বই পেরুতে পারেনি ব্রাজিল। ব্যর্থতার দায়ে ছাঁটাই করে দেয়া হয় সে সময়ের কোচ কার্লোস দুঙ্গাকে। দায়িত্বে আসেন টিটে। তখন বিশ্বকাপ বাছাই ফুটবলেও বেহাল অবস্থা ছিল সেলেসাওদের। দক্ষিণ আমেরিকা অঞ্চলে ছয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঝুলিতে জমা পড়েছিল মাত্র ৯ পয়েন্ট। তালিকায় অবস্থানও ছিল ছয় নম্বরে। এই চিত্র গত বছরের সেপ্টেম্বরের। এরপরই ব্রাজিলের রূপকথার শুরু। টিটের অধীনে রীতিমতো অপরাজেয় ছন্দে বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দলটি। টানা সাত ম্যাচ জিতে সেই ব্রাজিলই এখন পয়েন্ট তালিকার শীর্ষে। শুধু তাই নয়, প্রথম দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপও কড়া নাড়ছে নেইমার, পাউলিনহোদের। ১৪তম রাউন্ডের ম্যাচে প্যারাগুয়েকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যেতে পারে ব্রাজিলের। নিজ দেশের সাওপাওলোতে ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে। অবশ্য নেইমাররা জিতলেই বিশ্বকাপ নিশ্চিত হবে না। এ জন্য চিলি ও ইকুয়েডরকে তাদের নিজ নিজ ম্যাচে হারতে হবে। তবে এটা যদি আপাতত না হয় তাতেও সমস্যা নেই। সেক্ষেত্রে পরের ম্যাচেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করার সুযোগ থাকছে সাম্বা ছন্দের দেশটির। আগের ম্যাচে পেনাল্টি আশীর্বাদে চিলিকে হারিয়ে দুর্গতি কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা। এখন অবস্থান আরেকটু ভাল করতে আজ রাতে মাঠে নামছে লিওনের মেসির দল। স্বাগতিক বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা। লাপাজে ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত বাংলাদেশ সময় ২টায়। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষই বলিভিয়া। তবে ঘরের মাঠে দেশটি বরাবরই যম প্রতিপক্ষের জন্য। ম্যাচটি লাপাজে খেলতে হবে বলেই যত ভয় মেসি, এ্যাগুয়েরোদের। কেননা ইতোপূর্বে সেখানে গিয়ে ব্রাজিল-আর্জেন্টিনাদের চার/পাঁচটি করে গোল হজম করে ফেরার রেকর্ড আছে। আর্জেন্টিনা তাই ম্যাচটি নিয়ে সতর্ক। দলটির কোচ এডগার্ডো বাউজা বলেন, আমরা আগের ম্যাচটি জিতেছি চিলির বিরুদ্ধে। এটা দলের মনোবল বাড়িয়ে দিয়েছে। অবস্থানেরও উন্নতি হয়েছে। এখন বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবারই জানা লাপাজে খেলা সহজ নয়। জয় পেতে আমাদের সেরাটাই দিতে হবে। বর্তমানে ১৩টি করে ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ব্রাজিল। আগের মাচে হারলেও ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। ২২ পয়েন্ট নিয়ে পাঁচ থেকে তিনে উঠে এসেছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ জয়ে ২১ পয়েন্ট নিয়ে চারে এসেছে কলম্বিয়া। অবনমন হওয়া ইকুয়েডর ও চিলি দু’দলের ভা-ারেই ২০ পয়েন্ট করে। তবে গোল গড়ে ইকুয়েডর পাঁচ ও চিলির অবস্থান ছয়ে। সবার নিচে থাকা ভেনিজুয়েলার বিদায় ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বলিভিয়া। প্যারাগুয়ের মাঠে প্রথম লেগে অবশ্য জয় পায়নি ব্রাজিল। সে সময় বেশ মন্দ সময়ে ছিল ফুটবল পাগল দেশটি। ২০১৬ সালের মার্চে হওয়া ম্যাচে প্যারাগুয়ের মাঠে ২-২ গোলে ড্র করেছিল ব্রাজিল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ব্রাজিল হার এড়িয়েছিল শেষদিকে ডানি আলভেজ ও রিকার্ডো অলিভিয়েরার গোলে। এখন অবশ্য আগের অবস্থায় নেই নেইমাররা। টিটের অধীনে অপ্রতিরোধ্য তারা। তার ওপর এবারের ম্যাচ ঘরের মাঠে। প্যারাগুয়ের তাই উড়ে যাওয়ার কথা। তবে ব্রাজিল বস টিটে এমন ভাবছেন না। তিনি স্বাভাবিক খেলেই জয় চান। এদিকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে নেইমার ভাল খেলোয়াড় বলে মন্তব্য করেছেন ইতালি ও এসি মিলানের সাবেক খেলোয়াড় আলেসান্ড্রো কস্টাকুর্টা। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে মেসি ও রোনাল্ডোর চেয়ে অনেক ভাল খেলোয়াড় নেইমার। বার্সিলোনায় যোগ দেয়ার পর নেইমারের খেলার ধরন পাল্টে গেছে এবং অনেক উন্নতি ঘটেছে। তিনি আরও বলেন, আমি মনে করি, ব্যক্তি হিসেবে নেইমার ও রোনাল্ডো একই মাপের। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খুব সক্রিয় নেইমার। তবে রোনাল্ডোর অনেক গুণাবলী নেই নেইমারের। রোনাল্ডোর চেয়ে ভাল গুণাবলীসম্পন্ন নেইমার। ক্যারিয়ার শেষে রোনাল্ডো-মেসির চেয়ে বেশি গোল থাকবে নেইমারের। ব্যালন ডি’অর পাওয়ার মতো যোগ্যতা আছে নেইমারের। আমি বিশ্বাস করি, বর্তমান অবস্থায় রোনাল্ডো-মেসির চেয়ে নেইমার ভাল। বর্তমান বিশ্বে সে এখন সেরা খেলোয়াড়।
×