ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবাইকে পাশে চান তামিম

প্রকাশিত: ০৬:৩০, ২৮ মার্চ ২০১৭

সবাইকে পাশে চান তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ পর্যন্ত ৯৮ ওয়ানডে হয়েছে। খেলেছে টেস্ট খেলুড়ে প্রায় সবগুলো দেশই। তবে সবদেশের ব্যাটসম্যানকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে খেলেছেন ১২৭ রানের অনবদ্য এক ইনিংস যা এ ভেন্যুর সর্বোচ্চ ব্যক্তিগত রান। এদিন বেশ কিছু সময় ধরে প্রথমে সাব্বির রহমান এবং পরে সাকিব আল হাসানকে উইকেটে পেয়েছিলেন সঙ্গী হিসেবে। আজ দ্বিতীয় ম্যাচেও সতীর্থদের সবাইকে দীর্ঘ সময় পাশে চান তামিম। তিনি মনে করেন সেটা হলেই সিরিজ জেতা সম্ভব হয়ে যাবে আজই। দ্রুতই তামিমের ওপেনিং সঙ্গী সৌম্য সরকার সাজঘরে ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে সাব্বিরের সঙ্গে ৯০ রানের দারুণ এক জুটি গড়ে দলকে মজবুত একটি ভিতে দাঁড় করান তামিম। কিন্তু দলের অন্যতম ব্যাটিং নির্ভরতা মুশফিকুর রহীম মাত্র তিন বল সঙ্গে থাকতে পেরেছেন এ বাঁহাতি ওপেনারের। বারবার সঙ্গী হারিয়েছেন তিনি। কিন্তু চতুর্থ উইকেটে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সাকিব। শুধু তাই নয় ১৪৪ রানের বড় জুটি গড়েছেন দু’জন যেখানে সাকিবের অবদানই ছিল বেশি। কিন্তু ধৈর্যহারা না হয়ে সাব্বিরের পর সাকিবের সঙ্গেও উইকেটে থেকে ভাল ইনিংস খেলতে সক্ষম হয়েছেন তামিম। আর এ দুটি জুটির কল্যাণেই বাংলাদেশ বড় সংগ্রহ পেয়েছিল প্রথম ওয়ানডেতে। দলও বড় জয় তুলে নিতে পেরেছে। আজ দ্বিতীয় ওয়ানডেতেও এমনটাই চান তামিম। তিনি বলেন, ‘এ ম্যাচে সবার সম্পৃক্ততার প্রয়োজন পড়বে। প্রথম ম্যাচের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে সামনের ম্যাচে।’ ১-০ ব্যবধানে এগিয়ে থাকার কারণে সিরিজে সুবিধাজনক অবস্থানে চলে গেছে বাংলাদেশ দল। এ কারণে তামিম বিশ্বাস করেন সিরিজ জেতা সম্ভব। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব। শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জিততে পারলে অবশ্যই ভাল কিছু হবে। আমরা দল হিসেবে খেলতে পারলে ডাম্বুলাতেই এটা সম্ভব।’ লঙ্কানদের প্রথম ম্যাচে দাঁড়াতেই দেয়নি সফরকারী বাংলাদেশ। সব বিভাগেই তাদের চেয়ে এগিয়ে থেকে ৯০ রানের বড় জয় তুলে নিয়েছে। এমন বাংলাদেশ দলকে নিয়ে সন্তুষ্ট তামিম বলেন, ‘দল হিসেবে আমার কাছে মনে হয় অসাধারণ। আপনি যদি ফিল্ডিং দেখেন, সব খেলোয়াড়ের সম্পৃক্ততা দেখেন। মাশরাফি ভাই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার, উনার ফিল্ডিংয়ে প্রচেষ্টাটা যদি দেখেন এটা আমার কাছে মনে হয় দুর্দান্ত একটি ব্যাপার। আমি সবসময় বলে আসছি, আমরা হয়তো সব ম্যাচ জিততে পারব না। কিন্তু এই প্রচেষ্টা যদি থাকে তাহলে অনেক কাজই সহজ হয়ে যায়। সবার সম্পৃক্ততার যে ব্যাপারটি আমরা শুরু করেছি, এটা যেন ধরে রাখতে পারি। তাহলেই আমাদের জয়ের সংখ্যা বৃদ্ধি পাবে।’ দলগতভাবে সফল হওয়ার জন্য প্রতিটি ক্রিকেটারকে নৈপুণ্য দেখাতে হবে। সবারই যদি অবদান থাকে সেক্ষেত্রে দলের জয় পাওয়া সহজ হয়ে যায়। সে জন্যই অন্তত ব্যাটিংয়ে নিজের পাশাপাশি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার আহ্বান তামিমের।
×