ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

প্রকাশিত: ০৬:০২, ২৮ মার্চ ২০১৭

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৭ মার্চ ॥ সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এর মধ্যে আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিহত শ্রমিকের সহকর্মীরা মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ করে। এ সময় সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ বিচারের আশ^াস দিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সোমবার নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন বাড়ইপাড়ায় সড়ক অবরোধ করে স্থানীয় ‘এনার্জি প্যাক’র শ্রমিকরা। এদিন ভোরে ওই কারখানার ইদ্রিস নামের শ্রমিক নামাজ পড়তে বাইরের মসজিদে যায়। নামাজ শেষে সে সড়কের পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় ‘ইতিহাস’ পরিবহনের যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে স্থানীয় ফাতেমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। রূপগঞ্জে পুলিশ নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, বাংলাকেট পুলিশ চেক পোস্টে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় মোগল হোসেন (৫০) নামের পুলিশ নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে । নিহত পুলিশ মোগল হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানার সায়দাবাদ এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে। চট্টগ্রামে যুবক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকায় ট্রাকচাপায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহীর নাম মুন্না (২২)। চরফ্যাশনে বাইক আরোহী নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন থেকে জানান, শশীভূষন থানার এওয়াজপুর এলাকায় ট্রাক চাপায় রিপন (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত ও ফিরোজ (৪০) নামের আরেক আরোহী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় শশীভূষন-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, সোমবার দুপুরে পিরোজপুর শহরের বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় হাছিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। তার বাড়ি সদর উপজেলার কালিকাঠী গ্রামে। হাসিনা বেগম সিওফিস থেকে জেলা পরিষদে আসার পথে বাইপাস সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেল তাকে চাপা দেয়। আমতলীতে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা থেকে জানান, আমতলী-কলাপাড়া সড়কের খুড়িয়া খেয়াঘাট নামক স্থানে সোমবার বিকেলে ৮০ বছরের বৃদ্ধা হামিদা বেগম সড়ক দুঘর্টনায় নিহত হয়েছে। জানা গেছে, খুড়িয়া খেয়াঘাট নামক স্থানে হামিদা বেগম বাজার করে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় কলাপাড়া থেকে আসা মাল বোঝাই ট্রাকের চাকায় সে পিষ্ট হয়।
×