ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই লাশ উদ্ধার

দোকানি ও বাস চালকসহ ৫ খুন

প্রকাশিত: ০৬:০১, ২৮ মার্চ ২০১৭

দোকানি ও বাস চালকসহ ৫ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুরে মুদিদোকানি ও বাসচালক, বান্দরবানে শ্রমিককে পিটিয়ে, মাধবপুরে গৃহবধূকে জবাই ও ভোলায় হিসাবরক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া নওগাঁয় পুকুর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : গাজীপুর ॥ পৃথক ঘটনায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ও এক গাড়িচালককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পারিবারিক কলহের জেরে অপর এক নারী বিষপাণে আত্মহত্যা করেছে। জয়দেবপুর থানার এসআই নূরুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন সাইদুর রহমান ওরফে আলমগীর (৩৮)। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাড়িগাঁও এলাকার আলী আকবর মাস্টারের ছেলে। ইটাহাটা এলাকায় তার একটি মুদিদোকান রয়েছে। রবিবার রাত ১২টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথা, গলা ও বাম কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। এদিকে কালিয়াকৈর থানার এসআই মনির হোসেন জানান, পূর্ববিরোধের জেরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা হতে কালিয়াকৈর পরিবহন (কেপি) সার্ভিসের এক বাসের চালক আলমগীর হোসেন মুন্নাকে (২৮) বুধবার রাত সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষের কয়েক শ্রমিক আটক করে স্থানীয় পরিবহন অফিসে নিয়ে যায়। সেখানে চালক মুন্নাকে রাতভর বেধড়ক মারধর করে তারা। পরদিন বৃহস্পতিবার গুরুতর আহত মুন্নাকে তার বাবা ছাড়িয়ে নিয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মুন্না মারা যায়। খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতের বাম হাত ও পিঠে ক্ষতচিহ্নসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত মুন্না স্থানীয় বড়ইতলী এলাকার আলী হোসেনের ছেলে। অপরদিকে, পারিবারিক কলহের জেরে গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকার নাসিরের বাড়ির ভাড়াটে মর্জিনা আক্তার রিয়া রবিবার রাতে বিষপাণ করে। তাকে টঙ্গী সরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বান্দরবান ॥ মেম্বারপাড়া এলাকায় কথা কাটাকাটির জের ধরে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে আরেক শ্রমিক। নিহতের নাম সোহেল। জানা গেছে, সোমবার সকালে জেলা শহরের মেম্বারপাড়া এলাকার জাহাঙ্গীর কলোনিতে কথা কাটাকাটির জের ধরে সোহেলকে লাঠি দিয়ে মারলে সে ঘটনাস্থলেই মারা যায়। নিহত সোহেলের বাড়ি জেলার লামা উপজেলার হায়দার নাশিপাড়ায়। এদিকে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ ফরিদকে আটক করেছে। তার বাড়ি ফেনীর সোনাগাজী এলাকায়। মাধবপুর, হবিগঞ্জ ॥ বহরা ইউনিয়নের কৃষ্ণপুরে শাহেনা খাতুন (৩৫) নামে এক নারীকে জবাই করে খুন করা হয়েছে। সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করে। শাহেনা জালুয়াবাদ গ্রামের ইদন মিয়ার মেয়ে ও কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী। শাহেনার বাবা ইদন মিয়ার অভিযোগ, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে। ওই গ্রামের কিছু লোক অনেক দিন ধরে শাহেনাকে নির্যাতন করে আসছিল। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয় লোকজন শাহেনার বাড়ির পাশে কৃষ্ণপুর কবরস্থানে মরদেহের হাত বের হয়ে থাকতে দেখে। ভোলা ॥ কাঁচাবাজারের পদ্মা মার্কেটের দোতলায় কাঁচাবাজার সমিতির অফিসকক্ষে হিসাবরক্ষক মুছাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। পুলিশ ধারণা করছে, সমিতির টাকা সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকা- সংঘটিত হতে পারে। তবে এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অপরদিকে মুছা হত্যার প্রতিবাদে কাঁচাবাজারের ব্যবসায়ীরা কালোব্যাজ ধারণ করেছে। স্থানীয়রা জানান, সদর উপজেলার চরনোয়াবাদ পৌর ৪নং ওয়ার্ডের মুছা প্রতিদিনের মতো বাজার ব্যবসায়ীদের কাছ থেকে সমিতির চাঁদার টাকা তুলে রাতে কাঁচাবাজার সমিতির অফিসকক্ষে হিসাব করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কক্ষের ভেতর লাশ রেখে পালিয়ে যায়। পরে সমিতির অন্য সদস্যরা এসে কক্ষের মধ্যে মুছার রক্তমাখা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। নওগাঁ ॥ সোমবার সকালে মান্দায় পুকুর থেকে আক্কাস আলীর (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরানপুর গ্রামের সাইফুদ্দীনের বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আক্কাস আলী মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের জৈন্তাপুর গ্রামের আবু বাক্কারের ছেলে।
×