ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে তিন ব্রিজ দ্রুত শেষ করার নির্দেশ

প্রকাশিত: ০৬:০০, ২৮ মার্চ ২০১৭

চট্টগ্রামে তিন ব্রিজ দ্রুত শেষ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিটি গবর্নেন্স প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে নির্মাণাধীন তিনটি সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগাদা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। সোমবার কাজের অগ্রগতি পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা প্রদান করেন। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, নগরীর এয়ারপোর্ট রোডে নির্মাণাধীন ৭ নম্বর জেটি এলাকার রুবি সিমেন্টের পাশের ব্রিজ, ৯ নম্বর গুপ্তখাল ব্রিজ এবং ১৫ নম্বর ঘাট ব্রিজ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয় ২০১৩-১৪ অর্থবছরে। কিন্তু নানা জটিলতায় বিলম্বিত হয়ে কাজ হাতে নেয়া হয় ২০১৬-১৭ অর্থবছরে। এ তিনটি ব্রিজ নির্মাণে ব্যয় হচ্ছে আট কোটি ২২ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত রয়েছেন তিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তিন নির্বাহী প্রকৌশলী, তিন সহকারী প্রকৌশলী এবং তিন উপ-সহকারী প্রকৌশলী। চলতি অর্থবছরের মধ্যেই ব্রিজগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সোমবার পরিদর্শনকালে চসিক মেয়র গুণগতমান সঠিক রেখে নির্দিষ্ট সময়ের পূর্বেই নির্মাণকাজ সমাপ্ত করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার নির্দেশ প্রদান করেন। সরিষাবাড়ীতে সংঘর্ষ ॥ দোকান ভাংচুর, আহত ১০ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৭ মার্চ ॥ সরিষাবাড়ী উপজেলায় রবিবার আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ছাত্রলীগকর্মী ইমরান ও সোহেলকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে সরিষাবাড়ী কলেজের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে পূর্বের রাজনৈতিক কোন্দলের জের ধরে ডাঃ মুরাদ হাসান গ্রুপ ও হারুনুর রশিদ গ্রুপের কর্মী-সমর্থকেরা মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরিষাবাড়ী পৌরসভার মেয়র রোকনুজ্জামানের নেতৃত্বে হারুনুর রশিদের সমর্থকেরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে রাস্তায় মহড়া দেয়। তারা স্থানীয় ডাকঘরের সামনে ডাঃ মুরাদ হাসানের সমর্থক যুবলীগ নেতা আব্দুল মান্নান মানুর দোকানসহ পাঁচটি দোকান ভাংচুর করে। পাল্টাপাল্টি ঘটনায় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে সরিষাবাড়ীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×