ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিজ জয় না সমতা- ফয়সালা আজ

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ মার্চ ২০১৭

সিরিজ জয় না সমতা- ফয়সালা আজ

মোঃ মামুন রশীদ ॥ টানা চার ওয়ানডে হারের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচেই ৯০ রানে জিতেছে। ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় এখন সিরিজ জয়ে আত্মবিশ্বাসী মাশরাফি বিন মর্তুজার দল। আজ ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাও দিবারাত্রির। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ময়দানী লড়াই। এ লড়াইয়ে চাপের মুখে থাকা শ্রীলঙ্কার জন্য চ্যালেঞ্জ সিরিজ বাঁচানোর। হারলেই সিরিজ হাতছাড়া হবে। এজন্য উজ্জীবিত বাংলাদেশকে ঠেকানোর মন্ত্র খুঁজছে স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে হারের পর এবার উইকেট পরিস্থিতিও বদলানোর দিকে মনেযোগ দিয়েছে তারা। পেস সহায়ক সবুজ ঘাসের উইকেট থাকছে আজ দ্বিতীয় ওয়ানডেতে। আর দলেও সেজন্য ডাকা হয়েছে অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপকে। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মনে করছেন সিরিজ জয়ের জন্য ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে এমন সুযোগ আগের ৬টি সিরিজে আসেনি। একতরফাভাবে ম্যাচ জিতে ৫টি সিরিজই নিজেদের কাছে রেখেছে লঙ্কানরা। আর একবার সিরিজ ভাগাভাগি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে সেটা করেছিল টাইগাররা। এবার অবশ্য পরিস্থিতি অনেক বদলে গেছে। ২০১৫ বিশ্বকাপ থেকে শুরু করে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ মাশরাফির অধীনে। তখন থেকে ২২ ওয়ানডে খেলে ১৪টিতেই জয় তুলে নিয়েছে টাইগাররা, জিতেছে টানা ৫ ওয়ানডে সিরিজ। তবে গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে অক্টোবর-নবেম্বরে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ড সফরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে যেন ব্যর্থতার মধ্যে পড়ে যায় দল। কিন্তু ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। শুধু তাই নয় বিদেশের মাটিতে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ দলীয় ইনিংস গড়ে তোলে ৩২৪ রান। সার্বিকভাবে যা ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। সেটা সম্ভব হয়েছে তামিম ইকবালের অনবদ্য ১২৭ রানের সুবাদে। এছাড়া সাব্বির রহমান ও সাকিব আল হাসান অর্ধশতক হাঁকান। আজ দ্বিতীয় ওয়ানডে জিততে হলে এমন বড় ইনিংস খেলা জরুরী ব্যাটসম্যানদের। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘একটা ম্যাচ জিতি আর খুব তাড়াতাড়ি শুনে ফেলি ৩-০, ৩-০। এটা খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ। আমার মতে, এই ভাবনার বাইরে থাকাই ভাল। ম্যাচ বাই ম্যাচ খেলা সবচেয়ে সুবিধাজনক। প্রথম ম্যাচ জিতেছি এখন দ্বিতীয় ম্যাচে মনোযোগ দেয়া উচিত। সবসময় কথা হয়, ৩-০ বা ৫-০, অন্য দলও তো খেলতে আসে। তারাও তাদের সেরা চেষ্টা করবে। আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে।’ মাশরাফির কথার বাস্তবতা শ্রীলঙ্কা দলের মনোভাবেই পরিষ্কার। দীর্ঘ আলোচনা করেছে তারা। প্রথম ওয়ানডের ভুলগুলো খতিয়ে বের করার চেষ্টা করেছে সমাধান। পরিকল্পনাও সাজিয়েছে। কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের পর আর কোন ভালমানের অফস্পিনার নেই। সেই অভাবটা পূরণ করা সম্ভব নয় বলে এবার পেস আক্রমণ দিয়ে বাংলাদেশকে চেপে ধরার ফন্দি এঁটেছে লঙ্কানরা। সে কারণে ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডের জন্য যে উইকেট প্রস্তুত করা হচ্ছে সেটার বুকে রাখা হয়েছে সবুজ ঘাস। দলে এসেছেন কুলাসেকারা ও প্রদীপ। তবে পেসার সুরাঙ্গা লাকমাল ইনজুরিতে পড়েছেন। তার অবস্থা আজ ম্যাচের দিনেই জেনে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে লঙ্কান ম্যানেজমেন্ট। প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের পেসাররাও। বিশেষ করে দারুণ নিয়ন্ত্রণ ছিল মাশরাফির বলে। মুস্তাফিজুর রহমান শুরুর দিকে কিছুটা অগোছাল থাকলেও পরের দিকে নিজেতে ফিরে পেয়েছেন। তাসকিন আহমেদও বেশকিছু বাউন্সারে ভড়কে দিয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানদের। তাই পেস উইকেট হলেও বাংলাদেশের শক্তিমত্তার ঘাটতি নেই। লঙ্কান পেস আক্রমণ সামলানোর জন্য বাংলাদেশ দলে তামিম, সৌম্য সরকার ও সাব্বির রহমানের মতো মারকুটে তিন টপঅর্ডারও আছে। যদিও প্রথম ম্যাচে সৌম্য ও মুশফিকুর রহীম ব্যর্থ হয়েছেন। তামিম মনে করছেন আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে হলে দীর্ঘ সময় ধরে তার সঙ্গে সতীর্থদের থাকতে হবে। তিনি বলেন, ‘আমরা এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব। এ ম্যাচে সবার সম্পৃক্ততার প্রয়োজন পড়বে। প্রথম ম্যাচের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে সামনের ম্যাচে।’ এর আগে কোন সিরিজেই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে এত ভাল অবস্থানে থাকতে পারেনি বাংলাদেশ দল। টানা ৪ ওয়ানডে হারের পর জয়ের ধারায় ফেরা মাশরাফিদের তাই আজই সিরিজ জয়ের লক্ষ্য। শুধু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে এখন পর্যন্ত ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। তবে সেই তালিকা থেকে এবার লঙ্কানদের বাদ দিতে বদ্ধপরিকর টাইগাররা।
×