ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: ০৫:১৮, ২৮ মার্চ ২০১৭

 বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা দিবস পালন

জনকণ্ঠ ডেক্স ॥ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রবিবার নানা কর্মসূচী পালন করেছে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে সমবায় অধিদফতর, জালালাবাদ গ্যাস, নর্দান ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মইলস্টোন কলেজ। খবর সংবাদ বিজ্ঞপ্তির। সমবায় অধিদফতর ॥ এই অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, ধানম-ির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আগারগাঁওয়ের সমবায় ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জালালাবাদ গ্যাস ॥ এ উপলক্ষে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কোম্পানির গ্যাস ভবন চত্বরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমান। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ॥ এ উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ॥ সকাল সাতটায় বনানী সিটি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম খানের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মাইলস্টোন কলেজ ॥ রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ এদিন আয়োজন করেছে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নূরন্ নবী (অব), অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম, প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া (অব), প্রশাসনিক পরিচালক মোঃ মাসুদ আলম এবং একাডেমিক পরিচালক প্রফেসর মুহাম্মদ শাহজাহান হোসেন।
×