ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিটেনের শাস্তি ৬২০০ কোটি ডলার

প্রকাশিত: ০৫:১৬, ২৮ মার্চ ২০১৭

ব্রিটেনের শাস্তি ৬২০০ কোটি ডলার

চূড়ান্তভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সময় ব্রিটেনকে ইইউ নিয়মনীতি অনুযায়ী ৬ হাজার ২শ’ কোটি ডলার পরিশোধ করতে হবে। এমনটা জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, শুধু ব্রেক্সিটের শাস্তি স্বরূপ ব্রিটেনকে এ অর্থ পরিশোধ করতে হচ্ছে না, আর কোন সদস্য দেশ যেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগের সিদ্ধান্ত নেয়ার আগে ভাবে, সে উদ্দেশে এ অর্থ ব্রিটেনকে পরিশোধ করতে বলা হয়েছে। বিল পরিশোধ এবং ব্রেক্সিটের পর ব্রিটেনের ওপর কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলেও জানান তিনি। ২০১৯ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়বে ব্রিটেন। এরপর ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দাঁড়াবে ২৭। -অর্থনৈতিক রিপোর্টার যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে ৩ হাজার ব্র্যান্ড পোশাক বিক্রয় কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পোশাক খাতের বড় বড় ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের কিছু বিক্রয় কেন্দ্র। এরই মধ্যে কোম্পানিগুলো আনুষ্ঠানিকভাবে এমন ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জেসি পেনি, মেসিস, কেমার্ট, সিয়ার্স ও আমেরিকান এ্যাপারেল। ইউএস টুডে, ক্লার্ক ডটকমসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী সব মিলিয়ে প্রায় ৩ হাজার বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেবে প্রতিষ্ঠানগুলো। ব্যবসা লাভজনক এবং প্রতিষ্ঠানকে আর্থিকভাবে শক্তিশালী করতেই বেশিরভাগ ব্র্যান্ড এই সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার। গেল বছর সেখানে পোশাক রফতানি হয়েছে প্রায় ৫৩০ কোটি ডলারের। -অর্থনৈতিক রিপোর্টার
×